দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর শহরের আনন্দ সাগর খানকা মোড়ে শ্যালো ইঞ্জিনচালিত ট্রাক্টরের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে লাভলী বেগম (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ মে) রাত ৯টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।লাভলী জেলা সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের পরজপুর জিন্যাপাড়ার এনামুল হকের স্ত্রী।দিনাজপুর কোতয়ালী থানা পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ দৈনিক ক্রাইম বাংলা কে জানায়, রাতে দিনাজপুর শহরের মহিলা কলেজ মোড় থেকে ইজিবাইকে করে নিজ বাড়ি ফিরছিলেন। পথে আনন্দ সাগর খানকা মোড়ে এলে একটি ট্রাক্টরের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন লাভলী। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাক্টরটি পালিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।