• সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রিয়ার অ্যাডমিরাল সোহায়েল কানাডায়” খবরটি গুজব, জানাল কারা অধিদপ্তর,,, নির্বাচন নিয়ে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি হয়নি’ — ইসি সচিব আখতার আহমেদ,,, বিপদের বন্ধু ঘরের ডাক্তার, তার নাম গ্রাম ডাক্তার” — কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পরিচিতি সভায় মানবতার সেবায় ঐক্যবদ্ধ গ্রাম চিকিৎসকরা,,,, দৈনিক বাংলাদেশ বাণীর শ্রেষ্ঠ প্রতিনিধি নির্বাচিত হলেন প্রবীণ সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,,, বাউফলে হাতপাখার প্রার্থী আব্দুল মালেক আনোয়ারীর নেতৃত্বে এক হাজার মোটরসাইকেলের বিশাল শোডাউন,,,, শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : অধ্যাপক ইউনূস,,, প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা যমুনায় যেতে চাইলে শাহবাগে আটকে দেয় পুলিশ,,, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে,, কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ ঘোষণার প্রজ্ঞাপন স্থগিত,,, নভেম্বরে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,,,

অভিনেত্রীর বিরুদ্ধে মামলা করবেন পরিচালক/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৭১ পঠিত
আপডেট: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

টলিউডের পরিচালক বাপ্পার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন উঠতি অভিনেত্রী সুকন্যা দত্ত। এই ঘটনায় শুক্রবার থেকেই সরগরম নেটজগৎ। ফেসবুকে পরিচালকের সঙ্গে নিজের মেসেজের কিছু স্ক্রিনশট পোস্ট করে ‘তিক্ত অভিজ্ঞতা’র কথা ভাগ করে নেন সুকন্যা। তবে অভিযুক্ত বাপ্পা এবার পাল্টা সতর্কবার্তা দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সুকন্যার বিরুদ্ধে যে তিনি আইনি পদক্ষেপ গ্রহণ করবেন, এ কথা আগেই ‘আনন্দবাজার অনলাইন’কে জানিয়েছিলেন পরিচালক। তাঁর বক্তব্য, ইন্ডাস্ট্রিতে তিনিও নতুন কাজ শুরু করেছেন। আর শুরুতেই যদি এমনটা হয়, তাহলে কাজ করা কঠিন। গত শনিবার নিজের বক্তব্য স্পষ্ট করে দিলেন পরিচালক। সঙ্গে পোস্ট করলেন সুকন্যার সঙ্গে তাঁর কথোপকথনের বেশ কিছু স্ক্রিনশটও। আনন্দবাজার অনলাইনকে বাপ্পা বলেন, “আমি ভেবেছিলাম চুপ থাকব। এসব বিষয়ে মন্তব্য করার ইচ্ছে ছিল না। কিন্তু শেষ কয়েক দিন ধরে যা শুরু হয়েছে, তাতে চুপ থাকতে পারলাম না। ‘অল বেঙ্গল মেল ফোরাম’-এ অভিযোগ জানিয়েছি। তাঁরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। এ ছাড়া স্থানীয় থানায়ও অভিযোগ জানাব। ”প্রসঙ্গত আনন্দবাজার অনলাইনকে সুকন্যা বলেছিলেন, ‘বাপ্পা অনেকবারই আমায় বাইরে দেখা করতে বলেছেন। আমারও অভিনয়ের ইচ্ছে ছিল। সেই জন্য আমি একদিন ওঁর স্টুডিওর বাইরে দেখা করি। স্বল্পদৈর্ঘ্যরে ছবি নিয়ে আলোচনার পর আমায় স্কুটি করে গলির মোড় পর্যন্ত পৌঁছে দেন। শুধু তাই নয়, ঘনিষ্ঠ এবং যৌনদৃশ্যে অভিনয়ের মহড়া দেওয়ার দাবি জানান পরিচালক। হয়তো সেটা উনি অনেকের সঙ্গে আলোচনাও করেছিলেন। কারণ বৃহস্পতিবার সে কথা উল্লেখ করে অনেকে নানা ইঙ্গিতে আমার সঙ্গে রসিকতা শুরু করেন। তখনই আমার মনে হলো আমার সঙ্গে যা ঘটেছে তা সবাইকে জানানো উচিত। ‘যদিও সুকন্যার সব অভিযোগই উড়িয়ে দিয়েছেন পরিচালক। বাপ্পার কথায়, ‘আমি আর কোনো কথা বলব না এ প্রসঙ্গে। কথা বলবেন আমার আইনজীবী। ‘ এই মুহূর্তে বাপ্পা ব্যস্ত তাঁর আসন্ন অ্যান্থলজি নিয়ে। এরপর শুরু করবেন ফুটবলার মেহতাব হোসেনের জীবনীচিত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ