• বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় প্রায় ৫ কোটি টাকার সৈকত সড়ক সমুদ্র গর্ভে বিলীন, দুর্নীতি দমন কমিশনের তদন্ত শুরু/দৈনিক ক্রাইম বাংলা।। শ্রীহীন হয়ে পড়েছে কুয়াকাটা।সমুদ্রে বিলীন হচ্ছে দৃষ্টিনন্দন ও দর্শনীয় স্থান গুলো/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় কেঁচো সার উৎপাদন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ভোলার লালমোহনে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংল।। কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। কলাগাছের ভেলায় ভেসে বানভাসী মানুষের ব্যতিক্রমী সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিন পৌর বিএনপির উদ্দ্যাগে লিফলেট বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।।

লোডশেডিংয়ের যন্ত্রণা, দেশবাসীকে দ্রুত মুক্তি দিন/দৈনিক ক্রাইম বাংলা।

সম্পাদকীয় / ১৪৯ পঠিত
আপডেট: রবিবার, ৪ জুন, ২০২৩


তীব্র গরমে মানুষ যখন হাঁসফাঁস করছে, তখন ঘনঘন লোডশেডিংয়ের কারণে দেশবাসীকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশের বিভিন্ন এলাকার শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা-বাণিজ্যও। গ্যাস-বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান না হলে রপ্তানি খাতে এর প্রভাব পড়বে, এটা স্পষ্ট। জানা যায়, বর্তমানে জ্বালানির অভাবে চাহিদামতো বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। ডলার সংকটের কারণে বর্তমানে জ্বালানি খাতের সমস্যা আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে বাড়ছে বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস পাওয়া না গেলে শিল্পোদ্যোক্তা-ব্যবসায়ীরা কতটা ক্ষতির সম্মুখীন হবেন, তা সহজেই অনুমেয়। রপ্তানি খাতকে চাঙা রাখার জন্য গ্যাস-বিদ্যুৎ সংকটের সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে হবে। জ্বালানি খাতে আমদানিনির্ভরতা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে এ খাতে আত্মনির্ভরশীল হওয়ার বিকল্প নেই। দেশে বর্তমানে বিদ্যুতের উল্লেখযোগ্য অংশ উৎপাদিত হচ্ছে গ্যাসনির্ভর বিদুৎকেন্দ্রে। কাজেই দেশের স্থলভাগ এবং সমুদ্রে গ্যাসক্ষেত্র আবিষ্কার ও গ্যাস উত্তোলনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করতে হবে। বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পাশাপাশি বিতরণ, সঞ্চালন ও সরবরাহ লাইনের আধুনিকায়নেও নিতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ। ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন নিয়ে বড় ধরনের পরিকল্পনা রয়েছে সরকারের। বর্তমান বিশ্ব বাস্তবতায় জ্বালানি সংকট অব্যাহত থাকলে এ লক্ষ্য পূরণ করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যায়। এ পরিপ্রেক্ষিতে অনেক বিশেষজ্ঞ মনে করেন, আমাদের দীর্ঘমেয়াদে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে জোর দেওয়া উচিত। আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প পরিবেশগত বিরূপ প্রভাব থেকে মুক্ত। অবশ্য বিভিন্ন দেশ কী প্রক্রিয়ায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও পরিচালনা করছে, সে অভিজ্ঞতা আমাদের কাজে লাগানো উচিত। আমাদের দেশের মজুত কয়লা উত্তোলনেও গুরুত্ব বাড়াতে হবে। রাজধানীসহ বিভিন্ন শহরের সড়কে ছোট ছোট দোকানে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়টি দৃশমান চুরি হলেও তা বন্ধে কর্তৃপক্ষের কোনো তৎপরতা দৃশ্যমান নয়। দেশে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়টিকে উপেক্ষা করা অনুচিত। বিদ্যুৎ ও গ্যাস খাতে দুর্নীতি ও অপচয় রোধ করা গেলে দেশবাসী ভয়াবহ লোডশেডিংয়ের যন্ত্রণা থেকে কিছুটা মুক্তি পাবে। বিদ্যুৎ খাতে ‘সিস্টেম লস’-এর নামে যেসব দুর্নীতিবাজ মোটাতাজা হচ্ছে, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। বিদ্যুতের ক্ষেত্রে শহর ও গ্রামের মধ্যে একধরনের বৈষম্য বিদ্যমান। অথচ দেশের বেশির ভাগ মানুষ গ্রামেই বসবাস করেন। এ বৈষম্য দূর করার উদ্যোগ নিতে হবে। গ্রামীণ এলাকায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকলে সেচের ওপর এর প্রভাব পড়বে। কাজেই গ্রামীণ এলাকার লোডশেডিংয়ের বিষয়ে উদাসীন থাকার সুযোগ নেই। ঘনঘন লোডশেডিংয়ের কারণে হাসপাতালের জরুরি সেবা যেমন বিঘ্নিত হয়, তেমনই অন্য অনেক খাতে অপূরণীয় ক্ষতি হয়। রাতারাতি দেশে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ অবকাঠামো সংকটের সমাধান সম্ভব নয়। কাজেই এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ