করোনাভাইরাস মোকাবিলায় ফান্ড গঠনের জন্য এক বিশাল কনসার্টে আয়োজন করা হচ্ছে। কনসার্টে শিল্পীদের তালিকা দেখলে চোখ কপালে উঠবে। বলিউডের কে নেই, এই তালিকায়! এই কনার্ট থেকে আয়কৃত টাকা দুস্থদের খাবার ও চিকিৎসা সামগ্রী কেনার জন্য ব্যয় করা হবে।
আজ রোববার করোনাভাইরাস মোকাবিলার জন্য ফান্ড তুলতে ‘আই ফর ইন্ডিয়া’ কনসার্টে বলিউডের তারকা ছাড়াও ভারতের ক্রীড়াঙ্গন ও কয়েকজন আন্তর্জাতিক তারকাও থাকবেন বলে জানা গেছে।
কোথায় অনুষ্ঠিত হবে এই কনসার্ট? লকডাউনে মানুষইবা আসবে কীভাবে? মজার ব্যপার হলো কোনো উন্মুক্ত স্থানে হবে না এই কনসার্ট। নিজ নিজ ঘরে বসেই তারকারা মহৎ এই কনসার্টে অংশ নিবেন। আর দর্শক শ্রোতারাও ঘরে বসেই এই আয়োজন উপভোগ করবেন বলে জানা গেছে।