
এস এম নাসির মাহমুদ, আমতলী (বরগুনা)।।
আমতলীর পায়রা নদীতে মঙ্গলবার বিকেলে এক জেলের জালে ধরা পড়েছে সোয়া ২ কেজি ওজনের ইলিশ। মাছটি বিক্রি হয়েছে ৯হাজার টাকায়। বছরের সেরা ইলিশ এটি বলছেন আড়ৎদার মো. রাসেল মিয়া।
জানা গেছে, লোছা গ্রামের জাহিদ নামে এক জেলে মঙ্গলবার দুপুরে পায়রা নদীতে জাল ফেলে মাছের জন্য অপেক্ষা করতে থাকেন। বিকেলে ৩ টার সময় জাল তুলতে গিয়ে দেখেন ছোট মাছের সাথে এক বিশাল আকারের ইলিশ। মাছটি তুলে বিক্রির জন্য বিকেল ৪টার সময় আমতলী মাছ বাজারের তালুকদার মৎস্য আড়তে নিয়ে আসেন। সেখানে এনে মিটারে ওজন দিয়ে দেখেন মাছটির ওজন সোয়া ২ কেজি। আড়ৎদার রাসেল ডাকের মাধ্যমে ৮ হাজার টাকায় মাছটি বিক্রি করেন। খুচরা বিক্রেতা মো. মাসুদ গাজী মাছটি কিনে ৯ হাজার টাকায় এক ক্রেতার নিকট বিক্রি করেন।
জেলে জাহিদ জানান, ইলিশের সিজন থাকলে এবছর পায়রা নদীতে কোন মাছ পাওয়া যাচ্ছে না। এর মধ্যে জালে এত বড় ইলিশ পেয়ে অনেক খুশি হয়েছি। আল্লাহর কাছে লাখ শুকরিয়া।
পাইকারী মাছের আড়ৎদার মো. রাসেল মিয়া জানান, এবছর এত বড় সাইজের ইলিশ আর বাজারে আসেনি। মাছটি এক নজর দেখার জন্য সবাই ভিড় জমান।
আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার জানান, জেলেরা ইলিমলে অবরোধ সঠিক ভাবে পালন করায় নদী সাগরে অনেক বড় সাইজের মাছ পাওয়া যাচ্ছে। এটা জেলেদের জন্য অনেক সুখবর।