নুরুল আমিন, স্টাফ রিপোর্টার।।
ভোলার লালমোহনে শনিবার (১৬ সেপ্টেম্বর) দিনব্যাপী নানান কর্মসূচি ও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন। তিনি লালমোহন পৌরসভার ৯নং ওয়ার্ড লঞ্চঘাট এলাকার আশ্রয়ন (একক গৃহ) প্রকল্পের সুফলভোগীদের সাথে মতবিনিময় করে ঘরের দলিল ও কাগজপত্র হস্তান্তর করেন। এছাড়া উপজেলা মৎস্যজীবীদের মাঝে গরু বিতরণ করেন ও মাছের পোনা অবমুক্ত করেন। বিকেল ৪টায় তিনি লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে শেখ হাসিনা ফুটবল টুর্নামেন্টের উদ্ভোদন করেন।
সকালে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এমপি শাওন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাংলাদেশের কোন মানুষ ভূমিহীন থাকবে না। শেখ হাসিনা জনকল্যাণে কাজ করেন। তিনি দেশে উন্নয়ন করছেন।
তারই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় লালমোহন উপজেলায় এ পর্যন্ত ১০৪০ জন ভূমিহীনকে বিনামূল্যে ঘর ও ঘরের দলিল প্রদান করা হয়েছে। শেখ হাসিনার সরকার যখনই ক্ষমতায় থাকে তখনই দেশের সকল গরীব দরিদ্র জনগোষ্ঠির জন্য কাজ করে। শেখ হাসিনার উন্নয়ন শুধু শহরকেন্দ্রিক নয়।
গ্রামও চরাঞ্চলের উন্নয়নে শেখ হাসিনার সরকার সমানভাবে কাজ করছে। তার মধ্যে রয়েছে চরের রাস্তাঘাট তৈরী ও মানুষের জন্য বিদ্যুতের ব্যবস্থা করা। যোগাযোগ ব্যবস্থা এখন অনেক সহজতর হয়েছে।
দুপুরের দিকে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে হতদরিদ্র ১৭টি মৎস্যজীবী পরিবারের মাঝে উপজেলা চত্বরে বকনা বাছুর বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদ উল্লাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক সফিকুল ইসলাম বাদল প্রমুখ।