কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় ওয়ার্কশপের ব্যবসায়প্রতিষ্ঠানকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নশা প্যাদা (৫০) ও তার ছেলে
বাপ্পী প্যাদা গুরুত্বর আহত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের টিয়াখালী ব্রীজ সংলগ্ন স্থানে এ ঘটনাটি ঘটেছে।গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করেন।আহত নশা প্যাদা জানান, ঘটনা স্থলে তার একটি ওয়ার্কশপের দোকান রয়েছে।
সেখানে বিভিন্ন ধরনের মেশিনারীজ মেরামতের কাজ ও যন্ত্রপাতী বিক্রয় করাহয়। এতে আহত নশা প্যাদার স্ত্রী’র বড় ভাই স্থানীয় জুয়েল প্যাদা হত্যা মামলার আসামী জাফর প্যাদা ও তার ছেলেরা সেই দোকান অন্যত্র সড়িয়ে নিতে
বিভিন্ন ধরনে হুমকী ও ভয়ভীতি দেখায়। তাদের কথামতো দোকান না সড়ালে ঘটনার
দিন জাফর প্যাদা ও তার দুই ছেলে মাঈনুল প্যাদা, কিবরিয়া প্যাদাসহ তার উপর হামলা চালায়। এতে তার শরীর রক্তাক্ত ও জখম হয়। তাকে বাঁচাতে ছেলে বাপ্পী
প্যাদা এগিয়ে আসলে তাকেও মারধর করে মারাত্বক রক্তাক্ত ও জখম করে।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলি আহম্মেদ বলেন, এবিষয়ে
এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাইনি। তবে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে
আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।