• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভারতের বিপক্ষে বাংলাদেশের অবিস্মরণীয় জয়,,, জামায়াতের নেতাকর্মীরা প্রতিশোধ নেয়নি—মিরপুরে সমাবেশে জামায়াত আমির,,, আ. লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না—আবারও উল্লেখ করলেন প্রধান উপদেষ্টা,,, আবারও স্বর্ণের দাম কমলো বিশ্ববাজারে,, আনসারের জন্য ১৭ হাজার শটগান কেনার অনুমোদন: অর্থ উপদেষ্টা,,, রাজধানীতে প্রতি মাসে গড়ে ২০টি হত্যা: ডিএমপি,,, দণ্ডিতদের বক্তব্য প্রচারে কঠোর ব্যবস্থা নেবে সরকার,,, মান্দা ফেরিঘাটে ধানের শীষের গণমিছিল–ডা. ইকরামুল বারী টিপুর প্রতি আস্থা জানাল স্থানীয় জনতা/দৈনিক ক্রাইম বাংলা।। হাসিনার মৃত্যুদণ্ডের রায়: ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ,,, মানবতাবিরোধী অপরাধে রায়: শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড,,,,

কলাপাড়ায় সরকারী খাল অবৈধভাবে দখলের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা । 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ১৮১ পঠিত
আপডেট: বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় সরকারী খাল অবৈধভাবে দখলের অভিযোগ পাওয়া গেছে। পৌর শহরের ৯ নং ওয়ার্ডের বাদুরতলী খাল অবৈধভাবে দখল করে দীর্ঘদিন ধরে বসবাস করছে একটি কুচক্রি মহল। তারা বিভিন্ন সময়ে ভ‚য়া কাগজ-পত্র তৈরী করে খালের দুপাশ দখল করে তা বিক্রি করছে বলেও অভিযোগ রয়েছে। কলাপাড়া ভ‚মি অফিস তাদের ঘর বাড়ি সরিয়ে নিতে বললেও অজানা কারনে সময় ক্ষেপন করছে ওই মহলটি।

সরেজমিনে জানা যায়, পৌর শহরের প্রাণ কেন্দ্র ঘিরে বাদুরতলী খালটি অবস্থিত। এক সময়ে এ খালের ভরা যৌবন থাকলে অবৈধ দখলের কারনে আজ তার যৌবন্ত হারাতে বসেছে। অবৈধ দখলদাররা তার দু-পাশ দখল করে মরা খালে পরিণত করার পায়তারা চালাচ্ছে। এ দখলবাজদের মধ্যে একজন হলেন স্থানীয় গনি মৃধার ছেলে আবু বক্কর। দখল বাণিজ্যের অত্যাচারে তার প্রতিবেশীরাও এখন অতিষ্ঠ হয়ে ওঠেছে। খাল দখলে কেহ প্রতিবাদ করলে তার উপরে চলে মিথ্যে মামলা ও ভয়ভিতীর হুলিয়া। এমনই অভিযোগ করেন তার পাশ্ববর্তী অনেকে।
সাম্প্রতি এক অভিযোগের ভিত্তিতে কলাপাড়া ভ‚মি অফিসের লোকজন গিয়ে অবৈধ দখলের সত্যতা পায়। তারা আবু বক্করকে তার ঘর সরাতে বলে আসেন। কিন্তু ভ‚মি অফিসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সময়ক্ষেপন করছেন তিনি।
এবিষয়ে অভিযুক্ত আবু বক্করের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার রেকর্ডি জমির মধ্যে খালের ৬ ফুট জমি দখলে আসছে। ভ‚মি অফিস সেই জমি ছেড়ে দিতে বলছে। দু-একদিনের মধ্যে তিনি তার অবৈধ বসতি সরিয়ে নিবেন বলে সাংবাদিকদের জানান।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গির হোসেন বলেন, কোনক্রমেই খাল দখলে রাখা যাবে না। সে যত শক্রিশালী হোক না কেনো তাকে উচ্ছেদ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ