আরিফ পণ্ডিত,বোরহানউদ্দিন (ভোলা) ।।
বোরহানউদ্দিন উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান উজ্জামানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল আহসান, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. শাহিন ফকির, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বড়মানিকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন হায়দার, টবগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম হাওলাদার, কাচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রব কাজী, দেউলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুলসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন বক্তব্য রাখেন।