• বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় প্রায় ৫ কোটি টাকার সৈকত সড়ক সমুদ্র গর্ভে বিলীন, দুর্নীতি দমন কমিশনের তদন্ত শুরু/দৈনিক ক্রাইম বাংলা।। শ্রীহীন হয়ে পড়েছে কুয়াকাটা।সমুদ্রে বিলীন হচ্ছে দৃষ্টিনন্দন ও দর্শনীয় স্থান গুলো/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় কেঁচো সার উৎপাদন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ভোলার লালমোহনে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংল।। কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। কলাগাছের ভেলায় ভেসে বানভাসী মানুষের ব্যতিক্রমী সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিন পৌর বিএনপির উদ্দ্যাগে লিফলেট বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।।

কক্সবাজারে রামু থানার ৪ পুলিশ সদস্যকে একযোগে বদলি/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ১২৭ পঠিত
আপডেট: সোমবার, ১৩ মে, ২০২৪


মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।। 
কক্সবাজারের রামু  থানায় পেশাগত দায়িত্বপালনকালে অনিয়মের অভিযোগে কক্সবাজারের রামু থানার ৩ এসআইসহ চারজনকে একযোগে বদলি করা হয়েছে। তবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলছে এটি নিয়মতান্ত্রিক বদলি। বৃহস্পতিবার (৯ মে) কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে থেকে এ তথ্য জানা গেছে।
বদলি হওয়া পুলিশ সদস্যরা হলেন- এসআই আবুল কাওসার, মো. আল আমিন, মুহাম্মদ ইমরান উদ্দিন ও কনস্টেবল মো. মাহমুদ।
বদলির আদেশ অনুযায়ী, রামু থানার এসআই আবুল কাওসারকে পেকুয়া থানা, মুহাম্মদ ইমরান উদ্দিনকে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ি, মো. আল আমিনকে কুতুবদিয়া ও কনস্টেবল মো. মাহমুদকে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়িতে পদায়ন করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ রয়েছে। আদেশটি চট্টগ্রাম রেঞ্জ ডিআইজিসহ ৯ জনকে অনুলিপি পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, দীর্ঘদিন ধরে কক্সবাজারের রামু থানার ওসি মোহাম্মদ আবু তাহের দেওয়ানের ছত্রছায়ায় এসআই কাওসার ও আল আমিনের নেতৃত্বে গড়ে উঠেছে ‘সিভিল টিম’। এই টিমের সব কিছুই দেখভাল করেন ওসির আরেক আস্থাভাজন এসআই মো. আল আমিন।
এ ছাড়া এই টিমে রয়েছে এসআই মুহাম্মদ ইমরান উদ্দিন, মো. আহসান হাবীব, পিপল দেব, রাকিব হোসেন, মো. তৌহিদুল ইসলাম, মো. মাহমুদ, মো. আবু বক্কর। তাদের ছত্রছায়ায় পুরো রামু উপজেলাজুড়ে চলছে নানা অপরাধ। এই সিভিল টিমের সহযোগিতায় রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে ইয়াবা, গরু, সিগারেট পাচার হচ্ছে প্রতিনিয়তই। এমনকি রাতে মাটি পাচারেও সহযোগিতা করে আসছে এই সিভিল টিম।
এ টিমের বিরুদ্ধে ইয়াবাসহ লোকজন ধরে থানায় এনে ছেড়ে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে ।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, প্রাতিষ্ঠানিক নিয়মতান্ত্রিক পন্তায় তাদেরকে বদলি করা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ