• শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হিজলায় বিএনপি নেতার অপকর্মের বিরুদ্ধে মানবন্ধন,,,,দৈনিক ক্রাইম বাংলা চিয়া সিডের সঙ্গে এই খাবারগুলো খাওয়া হতে বিরত থাকুন,,,,দৈনিক ক্রাইম বাংলা মানহানির মামলার জন্য ক্ষতিপূরণ চাইলেন ব্লেক লাইভলি,,,,,দৈনিক ক্রাইম বাংলা কূটনীতিকদের সম্মানে নৈশভোজের আয়োজন বিএনপির মঈন খানের,,,,,দৈনিক ক্রাইম বাংলা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরখানে খাল পরিষ্কার কার্যক্রম বিএনপির,,,,,দৈনিক ক্রাইম বাংলা যুব, নারী ও শিশুদের অগ্রাধিকার দিয়ে এবি পার্টি’র নির্বাচনী ইশতেহার,,,,,দৈনিক ক্রাইম বাংলা পথশিশুদের অনেকেই মাদকাসক্ত হয়ে পড়ে,,,,,দৈনিক ক্রাইম বাংলা নেপালে বাংলাদেশিরা নিরাপদে, পরিস্থিতির উন্নতি হলেই ফিরে আসা সম্ভব: তৌহিদ,,,,,দৈনিক ক্রাইম বাংলা ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলায় নিহত কমপক্ষে ৩৫ জন,,,,,দৈনিক ক্রাইম বাংলা কী আছে এই নতুন আইফোন ১৭ এয়ারে?,,,,,দৈনিক ক্রাইম বাংলা

বানারীপাড়ার বাইশারীর কালাম ব্রিকস এর মালিক কালামের স্ত্রীর ওপর দূর্বৃত্তরা অতর্কিত হামলা/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১২৪ পঠিত
আপডেট: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার।।

বরিশালের বানারীপাড়ার বাইশারী ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের কালাম ব্রিকসের সত্বাধিকারী কালাম হাওলাদারের স্ত্রী ফাতেমা বেগমের ওপর মঙ্গলবার (১৭ ডিসেম্বর)বেলা ১১ টার দিকে দূর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে এলো পাথারী কিল, ঘুসি, লাতি দিয়ে জখম করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে ভিডিও ধারণ করলে তার হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভেঙ্গে ফেলে আগুনে পুরিয়ে ফেলে।

এ ব্যাপারে ফাতেমা বেগমের স্বামী কালাম হাওলাদার এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আমার ব্যক্তিগত কাজে বরিশাল গিয়েছিলাম এই সুযোগে জানতে পারি বাইশারীর মৃত খালেক মৃধার ছেলে ওয়াশিম মৃধার নেতৃত্বে প্রায় ১০০ জনের মতো সন্ত্রাসীদের নিয়ে এসে আমার ইটভাটা ও আসবাবপত্র ভাংচুর করলে বাসায় থেকে আমার স্ত্রী দেখলে সে দৌড়ে এসে জিজ্ঞেস করলে সন্ত্রাসীরা আমার স্ত্রীর উপর অতর্কিত হামলা চালিয়ে আমার স্ত্রীর গলায় ধারালো ছুরি রেখে ২০ লক্ষ্য টাকা চাঁদা দাবি করলে আমার স্ত্রী এত টাকা দিতে অস্বীকার করলে তারা তাকে এলোপাতারি মারধর করে মাটিতে ফেলে বলে যা নিয়ে এসেছোস তা দে। তখন তারা তার কাছে থাকা টাকা ও তার গলার চেইন, কানের দুল টান দিয়ে নিয়ে ঘটনা স্থান ত্যাগ করে। এবং যাওয়ার সময় বলে যায় এ ব্যাপারে কোন পুলিশ প্রশাসনকে জানালে তোদের অবস্থা খারাপ হবে। কিছুক্ষণ পরে আমি বাড়িতে আসলে এই অবস্থা দেখার পর তারা বিভিন্নভাবে আমাকে বিভিন্ন রকম হুমকি-ধামকি দিয়ে আমাকে এখন বাড়ি থেকে বের হতে দেয়না এবং আমার আহত স্ত্রী কে পর্যন্ত ডাক্তার দেখাতে পারতেছি না আমি বাসা থেকে বের হবো এমন কোন পথ তারা রাখেনি। আমি এখন নিরুপায় অবস্থায় ভুগছি থানায় গিয়েও কোন মামলা করতে পারছিনা। তবে আমি মোবাইল ফোনে বানারীপাড়া থানার ওসিকে জানালে তিনি তার একজন প্রতিনিধি পাঠিয়ে সকল তথ্য উপাত্ত নিয়ে যায়। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল যেহেতু ওসি মহোদয় এই বিষয়ে জানেন তিনি পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন আমি আশা করি।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নিতে গেলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ