• মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মান্দায় বিএনপির নতুন কার্য‍্যালয় উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।। আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে আমাদের জন্য মাইলফলক: সিইসি,,,, রাজনাথ সিংয়ের মন্তব্য ‘কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’: ঢাকা,,, শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড, আহত অর্ধশতাধিক শিক্ষক,,,, মেহেরপুরে বিলে শাপলা তুলতে গিয়ে ৪ স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু,,,, বৈষম্য বিরোধী আইন প্রণয়নে রাজনৈতিক দলের অঙ্গীকার চাইলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান,, আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম,,, সরকারের আহ্বানে সাড়া দেবে বিএনপি, কোনো দলের ডাকে নয়: সালাহউদ্দিন আহমদ,,, পটুয়াখালীর মহিপুরে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক,,, সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি,,,

লালমনিরহাটে সবজির বাজারে ফিরেছে স্বস্তি,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৯৭ পঠিত
আপডেট: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

লালমনিরহাট, ২৯ ডিসেম্বর, ২০২৪ (দৈনিক ক্রাইম বাংলা ) : শীতকালীন সবজি বাজারে আসায় স্বস্তি ফিরেছে লালমনিরহাটের কাঁচাবাজারে। কয়েক সপ্তাহ ধরে বাজারগুলোতে শীতকালীন সবজির দাম ছিল লাগামহীন। কিন্তু চলতি সপ্তাহে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সব ধরনের সবজির দাম প্রতি কেজিতে কমেছে ২০-৫০ টাকা পর্যন্ত। বর্তমানে বেশিরভাগ সবজির দাম চলে এসেছে হাতের নাগালে।

কিছুদিনের মধ্যে আরো কিছু শীতকালীন সবজির দাম কমার সম্ভাবনা দেখছেন বিক্রেতারা। আজ রোববার সকালে লালমনিরহাটের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সবজির মধ্যে আলু কেজিতে বিক্রি হচ্ছে  ৪০-৫০ টাকা, পাতাকপি পিস প্রতি বিক্রি হচ্ছে ১৫-২০ টাকা, ফুলকপি কেজি প্রতি বিক্রি হচ্ছে ১০-১৫ টাকা, মুলা ১০টাকা, ছোট শিম ২৫-৩০ টাকা, পেঁপে ২০টাকা, গাজর ৩৫-৪০ টাকা, ছোট কোরলা ৭০-৮০,বড়ো কোরলা ৩৫-৪০ টাকা।

কাঁচা কলার হালি (৪টি) বিক্রি হচ্ছে ২০ টাকা, লাউ প্রতি পিস ২৫-৩০ টাকা, টমেটো প্রতি কেজি ৩৫-৪০ টাকা, শসা কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকা। গাজর কেজি ৩৫-৪০ টাকা, বেগুন ভেদে ১৫-৩০টাকা, মিষ্টি কুমড়া কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩০ টাকায়। এছাড়াও কাঁচা মরিচ কেজি প্রতি ৪০ টাকায়  বিক্রি হচ্ছে। সবজির পাশাপাশি দাম কমেছে আদা ও রসুনের।

দেশি রসুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকায়, দেশি আদা প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকায়, মানভেদে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫-৫৫ টাকায়।

তবে শহর ও ইউনিয়ন পর্যায়ের বাজারগুলোতে পাইকারি ও খুচরা পর্যায়ে সামান্য কিছু দামের পার্থক্য রয়েছে।

কাঁচা বাজার করতে আসা ক্রেতা আফসার আলী (৪৮) বাসসকে বলেন, গত সপ্তাহের তুলনায় শাক-সবজির দাম অনেক কমেছে। এমন পরিস্থিতি থাকলে সবার জন্যই ভালো। দামদর ছাড়াই সবজি কেনা যাচ্ছে। বাজার করতে আসা আরেক ক্রেতা মোকলেজা বেগম (৪৫) বলেন, কিছুদিন ধরে শাক সবজির দাম চড়া ছিল কিন্তু এখন সবজির বাজার স্বাভাবিক রয়েছে। তবে কয়েকটা সবজির দাম একটু বেশি মনে হচ্ছে। আশা করি কয়েকদিনের মধ্যে সব সবজির দাম হাতের নাগালের মধ্যে থাকবে।

লালমনিরহাটের বড়বাড়ি বাজারের আড়ৎ-এ সবজি বিক্রি করতে আসা কৃষক আলী রহমান (৪৪) বলেন, আগে সবজি বাজারে বেশি করে নিয়ে আসতে পারিনি। সবজির সংকট ছিলো কিন্তু এখন আমাদের নতুন ক্ষেতের সবজিগুলো বাজারে উঠতে শুরু করেছে। তাই  কাঁচা শাকসবজির দামও কমতে শুরু করেছে। একই এলাকার সবজি বিক্রেতা কৃষক আব্দুল আব্বাস (৩৭) বলেন, শীতের সবজির সরবরাহ বাড়ছে। সবজির দাম কমে আসায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। তিনি আরো বলেন, বর্তমানে সবজি বাজার যে দামে চলছে এর থেকেও যদি দাম আরো কমে তাহলে আমরা কৃষকেরা  ক্ষতিগ্রস্ত হবো।

সবজি বিক্রেতা জাহাঙ্গীর হোসেন (২৬) বলেন, আগে যারা দুই তিন বস্তা সবজি আনতো বাজারে তাঁরাই এখন দশ বস্তা পর্যন্ত সবজি আনছেন। মূলত শীতকালীন সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে।

আগামী সপ্তাহে সব ধরনের শাক-সবজির দাম হাতের নাগালেই থাকবে।

লালমনিরহাট সদরের বড়বাড়ি বাজারের আড়ৎ ইজারাদার মোসারব আলী (৫৪) বলেন, কিছুদিন যাবত সবজির বাজার কিছুটা বেশি ছিলো। তবে এখন সরবরাহ বাড়ায় সবজির বাজার হাতের নাগালে চলে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ