নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ রাজধানীর ডেমরা এলাকায় ডিএনডি খালে এক শিশু নিখোঁজের খবর পাওয়া গেছে। তার সন্ধানে কাজ করছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কর্মীরা।বুধবার সন্ধ্যায় ডিএনডি খালে এক শিশু নিখোঁজের সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর নিখোঁজ শিশুর সন্ধানে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জিয়াউর রহমান জানান, ডিএনডি খালে এক শিশু নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের অন্য কর্মকর্তারাও রয়েছেন। তারা ঘটনাস্থল পর্যবেক্ষণ করছেন বলে জানা যায়।