• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহান উদ্দিন পৌর ছাত্রদলের উদ্যোগে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে উপহার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। নারীদের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র কখনোই এগুতে পারবেনা …. তানিয়া রব/দৈনিক ক্রাইম বাংলা।। দাউদকান্দিতে কাইয়ুম মেম্বারের বিরুদ্ধে ভাতা বাণিজ্যের অভিযোগ,,,,দৈনিক ক্রাইম বাংলা জয় দিয়ে আফগানিস্তান সিরিজ শুরু করতে চায় টাইগাররা,,,,দৈনিক ক্রাইম বাংলা নতুন সিরিজে নিয়ে আসছেন টিম রবিনসন,,,,দৈনিক ক্রাইম বাংলা

পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশ: মির্জা ফখরুল,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৬৫ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৫ মে) দেওয়া এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তৎকালীন আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্তের কারণেই ভারত থেকে বাংলাদেশ আজও পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি বলেন, ভারত কর্তৃক গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণ ও একতরফাভাবে পানি প্রত্যাহার বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলকে আজ মরুভূমিতে পরিণত করেছে।

মির্জা ফখরুল বলেন, “আজ থেকে ৪৯ বছর আগে মজলুম জননেতা মাওলানা ভাসানীর ডাকে রাজশাহী থেকে ফারাক্কা অভিমুখে লাখো জনতার লংমার্চ ছিল একটি জাতীয় দাবি আদায়ের দুর্বার প্রতিবাদ। কিন্তু তখনকার আওয়ামী লীগ সরকার জনগণের মত উপেক্ষা করে ভারতকে পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়। সেই বাঁধ এখন বাংলাদেশের জন্য এক ভয়াবহ মরণফাঁদে পরিণত হয়েছে।”

বিএনপি মহাসচিব জানান, ভারতের একতরফা পানি প্রত্যাহারের ফলে দেশের কৃষিজমি নষ্ট হচ্ছে, হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য ও পরিবেশ। একই সঙ্গে উত্তরাঞ্চলের নদ-নদী শুকিয়ে যাওয়ায় পানিসঙ্কট, ভূমিক্ষয় ও মরুকরণের মতো সংকট প্রকট আকার ধারণ করছে। তিনি বলেন, “আন্তর্জাতিক আইন ও নদী বিষয়ক কনভেনশন উপেক্ষা করে ভারত ৫৪টি অভিন্ন নদীর ওপর একের পর এক বাঁধ নির্মাণ করে পানি প্রবাহে বাধা সৃষ্টি করছে। এটি একটি দেশের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ।”

তিনি আরও বলেন, “আজও এই ফারাক্কা দিবস আমাদের মনে করিয়ে দেয় পানির ন্যায্য হিস্যার জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন। ১৬ মে বাংলাদেশের জনগণকে প্রতিবছর স্মরণ করিয়ে দেয়—এই লড়াই এখনো শেষ হয়নি। আমাদের প্রকৃতি, কৃষি, পরিবেশ ও মানুষের বাঁচার অধিকার রক্ষায় ফারাক্কা দিবস আজও অত্যন্ত প্রাসঙ্গিক।”

তিনি বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে পানির ন্যায্য অধিকার আদায়ে আন্দোলনের ডাক দেন এবং বলেন, “বাংলাদেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে আন্তর্জাতিক অঙ্গনে শক্ত কণ্ঠে এই দাবি তুলতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ