• সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আমতলীতে জামাতে ইসলামী আমতলী উপজেলার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ঝালকাঠিতে হালিমা সাইজুদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁয় ড্যাবের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সনের দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিলের অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ই,এম, এস ইন্টারন্যাশনাল, এর পক্ষ থেকে দেশবাসীকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক বিজিবি সদস্য দলিলউদ্দিন দুলালের প্রতারণার শেষ কোথায়/দৈনিক ক্রাইম বাংলা।। সভাপতি এম জাফরান হারুন ও সম্পাদক শফিকুল কে নির্বাচিত করে “বাউফল সাংবাদিক ক্লাব” এর কমিটি ঘোষণা/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। স্থানীয় নির্বাচন আগে মানে স্বৈরাচারের সমর্থকদের সুযোগ করে দেয়া: তারেক,,,,,,দৈনিক ক্রাইম বাংলা কাপাসিয়ায় অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ৩ জনের জেল,,,,,,দৈনিক ক্রাইম বাংলা নির্বাচন কখন হবে, তার নিশ্চয়তা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ,,,,দৈনিক ক্রাইম বাংলা


আরও এক নতুন মিন্নির আর্বিভাব, ধ্বংসের পথে আরেকটি পরিবার।

রিপোর্টার: / ৩৮৫ পঠিত
আপডেট: শনিবার, ৩ অক্টোবর, ২০২০


দিতি আহমেদ স্টাফ রিপোর্টারঃঢাকা জেলা:ঝালকাঠিতে একাধিক ছেলেকে প্রেমের ফাঁদে ফেলে টাকা পয়সা হাতিয়ে নিয়ে কিছুদিন সম্পর্কের পর আবার নুতন করে অন্য ছেলেকে পটানোর অভিযোগ ও তথ্য প্রমান মিলছে এক কিশোরির বিরুদ্ধে।এক বছরের প্রেম ও পারিবারিক ভাবে বিবাহের প্রস্তাব চলাকালে একাধিক প্রেমিকের সম্পর্কে জড়িয়ে ধরা পড়ায় ঝালকাঠির নামধারী এক স্বর্নকিশোরী প্রেমিকা নাসরিন আক্তার সারা এক নির্দোষ ছেলেকে ফাসাতে ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের করেন। অপরদিকে নামধারী ওই স্বর্ণকিশোরীকে কেন্দ্র করে ঝালকাঠিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা ঝড় বইছে। আবার অনেকেই যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সবাইকে সাবধান করছে ঝালকাঠিতে আরেক মিন্নির উত্থান, রিফাতের মত ধ্বংস হতে পারে আর একটি পরিবার।

এবার আসি মিন্নি হয়ে ওঠা নামধারী স্বর্ণকিশোরী নাসরিন আক্তার সারার প্রেমের নামে অর্থ হাতানোর গল্পে। কে এই নাসরিন আক্তার সারা কি হয়েছিল শহরের ফকিরবাড়ি এলাকার নাসরিন আক্তার সারার বোনের বাসায়? কেনই বা এই ছেলে তার সাজানো নাটকে পা বাড়ালো। যেখানে বছরখানিক প্রেমের সম্পর্কের পর পারিবারিক সম্পর্কের দিকে এগোচ্ছিল হঠাৎ আজ কেন তার বিরুদ্ধে আনা হলো নির্যাতনের অভিযোগ? সকলেরই মনে এই প্রশ্ন।
জানাগেছে, প্রেমের নামে অর্থ হাতানোই ছিল নাসরিন আক্তার সারার পেশা। সাবেক দুই প্রেমের বিচ্ছেদ ঘটে অর্থ-বাণিজ্যের রেশ। চলতি বছরের জানুয়ারিতে বাবা মায়ের একমাত্র ছেলে জুবায়ের আদনান নামে তার তৃতীয় প্রেমিকের পথ চলা শুরু হয়। দীর্ঘ এক বছরের প্রেম পৌঁছায় পারিবারিক সম্পর্কে।রক্ষনশীল পরিবাওে বেড়ে ওঠা জুবায়ের আদনান বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। গত ছয় বছর ধরে পড়াশোনার জন্য ঝালকাঠিতেই অবস্থান করছে। নিজের যোগ্যতা ও দক্ষতায় ঝালকাঠি জেলায় সর্বজন পরিচিত এবং সবার প্রিয়পাত্র জুবায়ের এবং তার পিতা নলছিটি উপজেলার একটি মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমাম সামাজিক ব্যক্তিত্ব । ঐ মাদ্রাসার শিক্ষক (জুবায়েরের পিতা) খোঁজ নিয়ে জানতে পারেন সারার পরিবারের চলাফেরা অনেকটা খোলামেলা ও উগ্র মানসিকতার এবং সামাজিক স্ট্যাটাসও সন্তোষজনক না হওয়ায় বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। উল্লেখ্য, সম্পর্কের শুরু থেকে সারা’র নিজের এবং পরিবারের সম্পর্কে বলা প্রতিটি কথা মিথ্যা যা বৈবাহিক আলাপের সময় খোঁজ নিয়ে জুবায়েরের পরিবার জানতে পারে। আর এ সম্পর্কে গত দুই মাস ধরে অসংখ্য বার জানতে চাইলেও সারা বা তার পরিবারের কেউ সদুত্তর দেয় নি। উল্টো খারাপ ব্যবহার করেছে। বার বার জানতে চাওয়ায় ক্ষিপ্ত হয় সারা’র পরিবার । পরে ওই মাদ্রাসার শিক্ষক তার একমাত্র ছেলে জুবায়ের আদনানকে সারার পরিবার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করতে বলে। অপরদিকে সারার বোন জুবায়ের আদনানকে কুট পরামর্শ দিয়ে তার (জুবায়ের) পরিবার থেকে আলাদা করে রাখেবিভিন্ন সময় সারা’র বর্তমান প্রেমিক জুবায়েরকে তাদের বাসায় ডেকে নিয়ে শলা-পরামর্শ করে তাদের প্রেমকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য প্রস্তাব রাখে। পরিবারের সম্মতি এবং সকলের উপস্থিতিতে বিয়ে করবে জানিয়ে তাদের প্রস্তাবে অসম্মতি জানায় জুবায়ের।প্রেমের সম্পর্কের সূত্র ধরেই বিভিন্ন সময় সারা ও তার পরিবারের সাথে ওঠাবসায় জুবায়েরের ব্যাপক ঘনিষ্ঠতা তৈরি হয় ঐ পরিবারের সাথে। আর এই ঘনিষ্ঠতার সূত্র ধরেই অর্থনৈতিক অবস্থা খারাপ থাকায় জুবায়েরের কাছ থেকে ধার বাবদ কখনো পাঁচ হাজার কখনো দশ হাজার কখনো এর অধিক নগদ টাকা নিয়ে আসছিল সারা ও তার পরিবারটি।ঘনিষ্ঠতা ও অর্থ লেনদেনের ব্যাপারটি সারার প্রাক্তন ও বর্তমান সব প্রেমিকের সাথেই ঘটে আসছে এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠনের কাজের নামে পার্কে ঘোড়া, সুগন্ধা বিষখালীতে নৌকা ভ্রমণ, ভিমরুল পেয়ারা বাগান সহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। আর সেখানেও অর্থের যোগান ছিল জুবায়েরর। বাবার একমাত্র সন্তান পড়ালেখা ও সন্তানের হাত খরচ শিক্ষক পিতা জুবায়েরের মাসের শুরুতেই দিয়ে আসছে প্রতিনিয়ত এদিকে পকেট ভর্তি সেই অর্থ ব্যায় হতো তার প্রেমিকা স্বর্ণকিশোরী নাসরিন আক্তার সারার স্বাদ-আহ্লাদ পূরণে।
এতকিছু করার পরেও নিজেদের মান-অভিমান বা সামান্য ঝগড়াঝাটির সময়ে এই সম্পর্কটির পাশাপাশি অন্য সম্পর্কে জড়িয়ে পরে সারা। যখন জুবায়ের জানতে পারে তার পছন্দের পাত্রী অর্থাৎ প্রেমিকা অন্য কারো সাথে সম্পর্কে জড়িয়েছে তখন প্রেমিকা পাগল জুবায়ের দিশেহারা হয়ে পড়ে। বিষয়টা সে কিছুতেই বিশ্বাস করতে পারছিলো না। সে একা একা কষ্ট পাচ্ছিলো। সারা আর তার পরিবারের সাথে ফেসবুকে-ফোনে যোগাযোগের অনেক চেষ্টা করেও বার বার ব্যর্থ হয়েছে। সার্বিক এই বিষয়গুলো নিয়ে সারা এবং তার পরিবারের সাথে কথা বলার জন্যই আজ দুপুরে সারার বোনের বাসায় যায় জুবায়ের। কথা বার্তার এক পর্যায়ে সারা’র বড় বোনের কাছে জানতে চাইলে তিনি ছোটো বোনের সকল অন্যায়ের কথা অস্বীকার করে এবং রাগান্বিত হয়ে জুবায়েরকে চর থাপ্পর মারেন সারার বড়বোন ঝালকাঠি সদর চৌমাথার বৌ-রানী বিউটি পার্লারের কর্মচারি আখিনুর আক্তার অনি । কোনো প্রতিবাদ না করে জুবায়ের চুপ হয়ে যায়।পরে জুবায়ের চলে আসলে সারাকে তার বোন অনি মারধোর করে জুবায়েরর দিকে দোষ চাপিয়ে দেয়। এদিকে তৃতীয় পক্ষের ইন্দনে সারাকে অচেতন আবস্থায় তার বোন কৌশলে প্রথমে ঝালকাঠি সদর থানায় আভিযোগ দেয়। পরে স্বর্ণকিশোরী নাসরিন আক্তার সারাকে সদর হাসপাতালে ভর্তি হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সারা হাসপাতালে ভর্তি ছিলো বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ


You cannot copy content of this page

You cannot copy content of this page