• বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও বাড়বে: সেনাসদর চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ,,,, রাসপূর্ণিমায় কুয়াকাটায় ঐতিহাসিক মতুয়া মহা-সম্মেলন ও পুণ্যস্নান অনুষ্ঠিত হয়েছে এখন হালান্ড মেসি–রোনালদোর লেভেলে: গার্দিওলা,,, ঢাবির জুলাই আন্দোলনে সহিংসতা: ৪০৩ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ,, বিএনপির মনোনয়ন ঘিরে মেহেরপুরে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগ,, মুক্তিযোদ্ধা চাচাকে বাবা দেখিয়ে চাকরি, ইউএনও কামাল হোসেনের ডিএনএ টেস্টের সিদ্ধান্ত,,, সারা দেশের তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত,,, নির্বাচন কমিশনের নিবন্ধন পেল এনসিপিসহ তিন রাজনৈতিক দল,,, টাঙ্গাইলে ‘সড়ক অগ্রাধিকার নির্ধারণ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত,,,

আসন্ন দুর্গাপূজা সামনে রেখে পার্শ্ববর্তী দেশ অপপ্রচার চালাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৩৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক,
আসন্ন দুর্গাপূজা সামনে রেখে পার্শ্ববর্তী দেশ অপপ্রচার চালাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আসন্ন দুর্গাপূজা সামনে রেখে পার্শ্ববর্তী দেশ মিথ্যা তথ্য ও অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ও লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি জানান, এখনও পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়নি, তবে দেশের প্রতিটি পূজামণ্ডপে প্রস্তুতির কাজ চলমান। এরই মধ্যে বাইরের দেশ থেকে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা মোকাবেলায় সবার সজাগ থাকার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় র‌্যাব সদর দপ্তরে দেশের সার্বিক পরিস্থিতি এবং র‌্যাবের কর্মকাণ্ড বিষয়ক এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে বর্তমানে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপ রয়েছে। এর মধ্যে বিচ্ছিন্নভাবে কোথাও ছোটখাটো ঘটনা ঘটলেও প্রতিটি পূজামণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। এজন্য দ্রুত সময়ের মধ্যে আনসার সদস্যদের নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। তিনি আরও বলেন, গতকাল পঞ্চগড়ে ঘটে যাওয়া একটি ঘটনার পরিপ্রেক্ষিতে পার্শ্ববর্তী দেশ মিথ্যা সংবাদ প্রচার করছে। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, এসব অপপ্রচারের বিপরীতে সত্য সংবাদ প্রচার করতে হবে এবং পূজা উদযাপন কমিটিগুলোকে সতর্ক থাকতে হবে।

এ সময় র‌্যাবের সাম্প্রতিক কার্যক্রমের প্রশংসা করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ৫ আগস্টের আগে র‌্যাবের কার্যক্রম যেরকম ছিল, এখন তা বদলেছে। বর্তমানে তারা অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা রাখছে।

অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পুনঃনিয়োগ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, আগের সরকারগুলোতেও নিয়ম মেনে এ ধরনের নিয়োগ দেওয়া হতো, এখনো তা একই নিয়মেই করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ