আবুল বাশার ভোলা:
পৌর সভার জলাবদ্ধতা জরাজীর্ণ রাস্তা দ্রুত সংস্কার, মেরামত বিশেষ ক্ষেত্রে নতুনভাবে নির্মাণ
(২৪সেপ্টেম্বর ২০২৫) বুধবার পৌরসভার পৌর প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) রনজিত চন্দ্র দাস বলেন,উক্ত সভায় বিভিন্ন ওয়ার্ডে পৌরকাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময় বোরহানউদ্দিন পৌরসভার বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয়ে আলোচনা করা হয়। পৌরবাসীর আবেদনের প্রেক্ষিতে
পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে জলাবদ্ধতা ও জরাজীর্ণ রাস্তা দ্রুততার সাথে সংস্কার, মেরামত বিশেষ ক্ষেত্রে নতুনভাবে নির্মাণ। পৌরসভায় যেসব উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে তার প্রত্যেকটিতে পৌর কাউন্সিলরের দায়িত্বে থাকা কর্মকর্তাগণ সরাসরি তদারকি।পৌরবাসীর জন্য আধুনিক সড়ক বাতির ব্যবস্থাকরণ।স্কুলের কানেক্টিং রোডগুলোর দ্রুত সংস্কার করা।
যুবসমাজের জন্য আধুনিক জিমনেসিয়াম, ব্যাডমিন্টন কোর্ট নির্মান এবং সরকারি আব্দুল জব্বার কলেজে শহীদ মিনার নির্মাণ করা।
ফুটপাতে দোকানপাট না বসানো এবং শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগিতা কামনা করা।
এডিপিসহ বিভিন্ন দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম কঠোরভাবে তদারকি করা দুর্গোৎসব উপলক্ষে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পৌরসভার স্বেচ্ছাসেবক নিয়োগ করা। পৌর সভার বকেয়া কর প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে অবগত করা। পৌর ৭ নং ওয়ার্ডের ব্রীজ সংলগ্ন নবনির্মিত দোকানের ভাড়া নির্ধারণ করা হয়।
পৌরসভার বিভিন্ন স্পট থেকে যথা সময় বর্জ্য পরিবহন ও ব্যবস্থাপনা এবং নিয়মিত মশা নিরোধক স্প্রে করা।
এছাড়াও দুর্গাপুজা পৌরসভার ৩ টি মন্ডবে পৌরসভা থেকে বরাদ্দকৃত অর্থ প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।