বরগুনা প্রতিনিধিঃভূমি অফিসের কোন নোটিশ ছাড়াই বৈধ জমির ঘর-বাড়ি ভাংচুর ও উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। বুধবার (১১ নভেম্বর) বেলা ১২ টায় বরগুনা সাংবাদিক ইউনিয়নের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।ভুক্তভোগী পরিবার লিখিত বক্তব্যে বলেন , বরগুনা লাকুরতলা এলাকার মন্টু মল্লিকের রেকর্ডকৃত সম্পত্তিতে দোকানপাট ও ঘরবাড়ি স্থাপন করে বাস করে আসছিলো। এমতাবস্থায় নির্মানাধীন বসত ঘর মেরামত কাজ করতে গেলে ২নং গৌরীচন্না ইউনিয়ন (ভূমি) অফিসের কর্মকর্তা কর্মচারীগণ বাধা দেয়। এরপর ৪ নভেম্বর সহকারী কমিশনার ভূমি বরাবরে আবেদন করে ওই পরিবার।
পরে ওই পরিবারকে সহকারী কমিশনার (ভূমি) আশ্বস্থ করে। এরপর দুই তিন দিন পর কোন প্রতিকার না পাওয়ায় ৯ নভেম্বর সহকারী কমিশনার (ভূমি) বরগুনা এর অফিসের হেডক্লার্ক মনির ও সার্ভেয়ার মােশারেফ বলেন বলেন রেকর্ডকৃত সম্পত্তি কগজপত্র ভুয়া তারপর ভুক্তভোগী পরিবার সকল কাগজপত্র এবং পরিশােধিত খাজনার দাখিলা সহ প্রয়ােজনীয় কাগজপত্র দেখালে মনির ও মোশারেফ বলেন, শুধু কাগজপত্র থাকলেই জমিতে টিকে থাকা যায় না।এরপর অফিস থেকে বের করে দেয়। অফিস থেকে চলে আসার সময় ওই পরিবারের কাছে ৫০ হাজার টাকা উৎকোচ দাবী করে মনির ও মোশারেফ। উক্ত টাকা দিলে তারা আমাদেরকে সহায়তা করবে।
মন্টু মল্লিকের ছেলে রাকিব বলেন, আমরা তাদের দাবীকৃত টাকা দিতে অস্বীকার করি এবং বলি যে, সহকারী কমিশনার বরাবরে আবেদনের প্রেক্ষিতে আমরা সুষ্ঠু সমাধান চাই।
কিন্তু ঐ দিনই রাত আনুমানিক পৌনে ৮ টার সময় পরিকল্পিত ভাবে ১০-১৫ জন মুখ বাঁধা অবস্থায় হামার, হাতুরীসহ বিভিন্ন লাঠি সােটা নিয়ে কোন কথাবার্তা না বলে আমার ফুফু ও দুই জন মহিলা সহ প্রতিবন্ধী শিশুর উপর অতর্কিত হামলা করে।তারা বাসা থেকে বের হওয়ার চেষ্টা করলেও তাদেরকে বাসা থেকে বের হতে না দিয়ে ভাঙচুর করে প্রায় এক লক্ষ টাকার ক্ষতিসাধন করে। মহিলাদের উপর হামার দিয়া আক্রমণ করে গুরুত্বর জখম করে।আমরা এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং সুষ্ঠু বিচারের দাবী জানাই।