
নবম পে-স্কেল বাস্তবায়নে আল্টিমেটাম, মহাসমাবেশে সরকারি কর্মচারীদের ঘোষণা
সংবাদ প্রতিবেদন
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে জাতীয় শহীদ মিনারে অনুষ্ঠিত মহাসমাবেশ থেকে নতুন আল্টিমেটাম দেওয়া হয়েছে। তারা ঘোষণা করেছেন—আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে এবং ২০২৫ সালের জানুয়ারি থেকেই নতুন পে-স্কেল কার্যকর করতে হবে।
মহাসমাবেশে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি আবু নাসির খান বলেন, ২০১৫ সালের পর থেকে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়নি, অথচ নিত্যপণ্যের মূল্য গত দশ বছরে বহুগুণ বেড়েছে। এতে সাধারণ সরকারি কর্মচারীরা জীবনযাত্রার ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছেন।
তিনি জানান, অন্তর্বর্তী সরকার নবম পে-কমিশন গঠন করলেও অর্থ উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্য—পে-স্কেল পরবর্তী সরকার বাস্তবায়ন করবে—সরকারি কর্মচারীদের মধ্যে গভীর ক্ষোভ সৃষ্টি করেছে। তাই তপশিল ঘোষণার আগে বৈষম্যমুক্ত নবম পে-স্কেল কার্যকরের দাবি জানান তারা।
মো. ওয়ারেস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মহাসমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, জুনায়েদ আব্দুর রহিম সাকিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কর্মচারীদের দাবির প্রতি সমর্থন জানান।