• শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁ-৪ আসনে প্রকাশ্যে ভোটারদের উদ্বুদ্ধ করতে টাকা প্রদান করায় জামায়াতের প্রার্থী শোকজ/দৈনিক ক্রাইম বাংলা।। মান্দার খাগড়ায় খালেদা জিয়ার রুহের মাগফেরাতে দোয়া ও শোকসভা/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় মাদ্রাসা শিক্ষার্থীর ওপর অমানুষিক নির্যাতনের অভিযোগ,,, নওগার মান্দায় বিএনপির দোয়া ও শোকসভা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। আল-ফাতাহ ক্যাডেট মাদ্রাসায় নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ২৬ লাখ ডলার জব্দ, অবৈধ ফরেক্স চক্রের সহযোগী আটক,,, নওগাঁয় গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়ার স্মরণে মান্দার সূর্য নারায়ণপুরে শোকসভা/দৈনিক ক্রাইম বাংলা।। বরিশালে হাতপাখার চাইতে দাড়িপাল্লা’ই বেশি জনপ্রিয়/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা। আল-হাইয়া বিজ্ঞান স্কুল(AHCS) পথ চলা শুরু/দৈনিক ক্রাইম বাংলা।

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১১৪ অজ্ঞাত শহীদের লাশ উত্তোলন শুরু, পরিচয় নিশ্চিতকরণে আন্তর্জাতিক ফরেনসিক দল”

রিপোর্টার: / ৫৭ পঠিত
আপডেট: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১১৪ অজ্ঞাত শহীদের লাশ উত্তোলন শুরু, পরিচয় নিশ্চিতকরণে আন্তর্জাতিক ফরেনসিক দল”

ঢাকা, ৭ ডিসেম্বর, ২০২৫ (দৈনিক ক্রাইম বাংলা) : জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী অজ্ঞাত ১১৪ জন শহীদের পরিচয় নিরূপণের লক্ষ্যে রায়েরবাজার কবরস্থান থেকে লাশ উত্তোলন কার্যক্রম শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার সকাল সাড়ে নয়টায় লাশ উত্তোলন ও শনাক্তকরণ প্রক্রিয়া নিয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ।

তিনি বলেন, “আনাসসহ যারা বুকের রক্ত ঢেলে দেশের জন্য রাজপথে নেমেছিলেন, তাঁদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। এখানে সমাহিত শহীদদের বেশিরভাগের পরিচয় তখন যাচাই করা হয়নি। জাতির কাছে তাঁদের প্রকৃত পরিচয় তুলে ধরা আমাদের দায়িত্ব, আজ সেই গুরুত্বপূর্ণ কাজ শুরু হলো।”

সিআইডি প্রধান জানান, জাতিসংঘ মানবাধিকার সংস্থা (ওএইচসিএইচআর)-এর সহায়তায় আর্জেন্টিনার আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ লুইস ফন্ডিব্রাইডার এ কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন। গত ৪০ বছরে তিনি বিশ্বের ৬৫টি দেশে এ ধরনের ফরেনসিক অপারেশন পরিচালনা করেছেন।

তিনি বলেন, “বিচারিক নির্দেশনা, আন্তর্জাতিক নিয়ম ও ধর্মীয় সম্মান বজায় রেখে দাফনকৃত লাশ উত্তোলন করা হচ্ছে। ইতোমধ্যে ১০ জন স্বজন আবেদন করেছেন। ধারণা করা হচ্ছে, শহীদের সংখ্যা ১১৪ জনের বেশি হতে পারে, সঠিক সংখ্যা লাশ উত্তোলনের পর জানা যাবে।”

উত্তোলিত লাশের পোস্টমর্টেম ও ডিএনএ সংগ্রহ শেষে প্রোফাইল তৈরি করা হবে এবং ধর্মীয় নিয়ম মেনে পুনঃদাফন করা হবে। পরিচয় শনাক্ত হলে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তরের ব্যবস্থাও থাকবে বলে জানান তিনি।

ফরেনসিক বিশেষজ্ঞ লুইস ফন্ডিব্রাইডার বলেন, “গত তিন মাস ধরে আমি সিআইডির সঙ্গে কাজ করছি। আন্তর্জাতিক মান বজায় রেখে সব প্রক্রিয়া সম্পন্ন করা হবে—এ বিষয়ে আমি নিশ্চয়তা দিচ্ছি।”

সিআইডি শিগগিরই ডিএনএ মিলের জন্য আবেদন ও যোগাযোগের হটলাইন নম্বর প্রকাশ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ