• শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁ-৪ আসনে প্রকাশ্যে ভোটারদের উদ্বুদ্ধ করতে টাকা প্রদান করায় জামায়াতের প্রার্থী শোকজ/দৈনিক ক্রাইম বাংলা।। মান্দার খাগড়ায় খালেদা জিয়ার রুহের মাগফেরাতে দোয়া ও শোকসভা/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় মাদ্রাসা শিক্ষার্থীর ওপর অমানুষিক নির্যাতনের অভিযোগ,,, নওগার মান্দায় বিএনপির দোয়া ও শোকসভা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। আল-ফাতাহ ক্যাডেট মাদ্রাসায় নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ২৬ লাখ ডলার জব্দ, অবৈধ ফরেক্স চক্রের সহযোগী আটক,,, নওগাঁয় গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়ার স্মরণে মান্দার সূর্য নারায়ণপুরে শোকসভা/দৈনিক ক্রাইম বাংলা।। বরিশালে হাতপাখার চাইতে দাড়িপাল্লা’ই বেশি জনপ্রিয়/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা। আল-হাইয়া বিজ্ঞান স্কুল(AHCS) পথ চলা শুরু/দৈনিক ক্রাইম বাংলা।

রাষ্ট্র পরিচালনায় বিএনপির বিকল্প নেই: নুরুল হক নুর,,

রিপোর্টার: / ৫৫ পঠিত
আপডেট: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

রাষ্ট্র পরিচালনায় বিএনপির বিকল্প নেই: নুরুল হক নুর

ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটের মনোনীত প্রার্থী নুরুল হক নুর বলেছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপি ছাড়া অন্য কোনো দলের পক্ষে দেশ পরিচালনা কিংবা রাষ্ট্রীয় স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব নয়।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে পটুয়াখালীর গলাচিপা উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ব্যক্তিগত প্রাপ্তি বা তার দল কতটি আসন পাবে—এগুলো মুখ্য বিষয় নয়। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে বিএনপিকেই রাষ্ট্রক্ষমতায় বসানো জরুরি। তিনি দাবি করেন, বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক শক্তির পক্ষে এই রাষ্ট্রকে স্থিতিশীলভাবে পরিচালনা করা সম্ভব নয়।

নিজ আসনের স্থানীয় বিএনপি নেতাদের প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে নুর বলেন, দীর্ঘদিনের মনোনয়নপ্রত্যাশী হাসান মামুন ও শিপলু খানের ত্যাগ ও অবদান তিনি গভীরভাবে উপলব্ধি করেন। দুঃসময়ে তারা দলের জন্য যে আত্মত্যাগ করেছেন, তা অস্বীকার করার সুযোগ নেই। বৃহত্তর রাজনৈতিক বাস্তবতায় দল তাকে এই আসনে সমর্থন দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত হলে স্থানীয় নেতাদের সঙ্গে নিয়েই পিছিয়ে পড়া এই জনপদের উন্নয়নে কাজ করবেন।

নিজ এলাকা থেকে নির্বাচন করার কারণ ব্যাখ্যা করে নুরুল হক নুর জানান, দলের চেয়ারম্যান তাকে ঢাকার যেকোনো একটি আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে তিনি নিজ এলাকার চরাঞ্চলের মানুষের সেবা করা এবং তাদের অধিকার আদায়ের লক্ষ্যেই পটুয়াখালী-৩ আসনকে বেছে নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ