
ঢাকা, ৩১ ডিসেম্বর ২০২৫:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রতিনিধিত্ব করে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক বুধবার বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া করেন।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজধানীর জিয়া উদ্যানে বুধবার বিকেল পাঁচটার কিছু আগে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে দাফন করা হয়।