• শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ধানের শীষে ভোটেই জনগণের ভাগ্য বদলাবে: মৌলভীবাজারে তারেক রহমান,, কলাপাড়ায় সাংবাদিকদের সাথে ১০ দলীয় জোট প্রার্থীর মতবিনিময় সভা/দৈনিক ক্রাইম বাংলা।। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম,, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত,, ভোলা-২ আসনে হাফিজ ইব্রাহিমের গনজোয়ার/দৈনিক ক্রাইম বাংলা।। উপকূলীয় পরিবেশ রক্ষায় কুয়াকাটায় মানববন্ধন অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ৪৯নওগাঁ-৪(মান্দা)আসনে সমবায় দলের নির্বাচনী প্রচারণা কমিটি গঠণ/দৈনিক ক্রাইম বাংলা।। নির্বাচন আর মাত্র তিন সপ্তাহ: আইনশৃঙ্খলা ও নিরাপত্তা প্রস্তুতি চূড়ান্ত করতে প্রধান উপদেষ্টার উচ্চপর্যায়ের বৈঠক প্রতীক বরাদ্দ সম্পন্ন, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে জাতীয় নির্বাচনের প্রচারণা কালিগঞ্জের মিনাজকাটিতে শওকত আলীর কবর জিয়ারত করলেন মুহাদ্দিস রবিউল বাশার,,,

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম,,

রিপোর্টার: / ২৪ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম

শেখ ফারুক হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কু.বি.) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ জনি আলম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আগামী দুই (০২) বছরের জন্য তাকে এ গুরুত্বপূর্ণ আবাসিক হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

এর আগে উক্ত হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ জিয়া উদ্দিন। তার দায়িত্বের মেয়াদ গত ২০ জানুয়ারি ২০২৬ তারিখে শেষ হলে পরবর্তীতে ড. জনি আলমের নিয়োগ কার্যকর করা হয়।

ড. মোঃ জনি আলম সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার কৃতি সন্তান। তিনি কালীগঞ্জ উপজেলার মুকুন্দ মধুসূদনপুর গ্রামের বাসিন্দা এবং বিশিষ্ট ব্যক্তি জিয়াদ আলী মোড়েলের সন্তান। শৈশব থেকেই মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি নিজেকে একজন সফল শিক্ষাবিদ হিসেবে গড়ে তুলেছেন।

শিক্ষাজীবনে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য তিনি জাপানে গমন করেন এবং জাপানের স্বনামধন্য কানাযাওয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

পিএইচডি সম্পন্ন করার পর তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে গত ২৮ ডিসেম্বর তিনি পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

নতুন দায়িত্ব প্রসঙ্গে ড. জনি আলম বলেন,
“হল প্রভোস্টের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানজনক। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার বড় সুযোগ রয়েছে। আমি সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে এই দায়িত্ব পালন করতে চাই।”

একজন মেধাবী ও গবেষণামুখী শিক্ষাবিদ হিসেবে ড. জনি আলম বিশ্ববিদ্যালয় অঙ্গনে সুপরিচিত। শিক্ষা ও গবেষণার পাশাপাশি তিনি একজন শিক্ষার্থীবান্ধব শিক্ষক হিসেবেও সুনাম অর্জন করেছেন। প্রভোস্ট হিসেবে তার নেতৃত্বে হলের শিক্ষার্থীদের জন্য একটি সুশৃঙ্খল, নিরাপদ ও মননশীল আবাসিক পরিবেশ গড়ে উঠবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা নবনিযুক্ত প্রভোস্ট ড. মোঃ জনি আলমকে অভিনন্দন জানিয়ে তার সর্বাঙ্গীন সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ