ক্রাইম বাংলা ডেস্কঃ ঙ্গোপসাগরে ভাসতে থাকা ২৮০ জন রোহিঙ্গাকে উদ্ধারের পরে ভাসানচরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) তাদেরকে সেখানে পাঠানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সাগরে ভাসতে থাকা রোহিঙ্গাদের একটি দলকে ভাসানচরে পাঠানো হয়। এই দলে ২৮০ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু রয়েছে। গত বুধবার এসব রোহিঙ্গাদের সাগর থেকে উদ্ধার করা হয়।দুটি নৌকায় করে ৫ শ’রোহিঙ্গা গত তিন সপ্তাহ ধরে বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে ভাসছে। এসব রোহিঙ্গারা মালয়েশিয়ায় যেতে চেয়েছিলেন। তবে মালয়েশিয়া সরকার নৌকা দুইটি ভিড়তে দেয়নি। সে কারণে বেশ কিছুদিন ধরে নৌকা দুইটি সাগরে ভেসে বেড়াচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, এসব রোহিঙ্গাদের গ্রহণ করার জন্য বাংলাদেশের কোনো দায়বদ্ধতা নেই। তাদের সাহায্যের জন্য অন্য দেশও এগিয়ে আসতে পারে। তিনি প্রশ্ন রেখেছেন, এই অঞ্চলে আরো দেশ আছে। মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, ফিলিপিন্স তাদের কাছে কেউ রোহিঙ্গাদের নেয়ার জন্য অনুরোধ করে না। শুধু বাংলাদেশের কাছে করে কেন। এছাড়া এসব রোহিঙ্গারা বাংলাদেশের জলসীমায় নেই। তারা গভীর সমুদ্রে রয়েছে বলেও জানান ড. মোমেন।