সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার নিয়ামতপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক তন্ময় বেপারী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার ছয় দিন পরে তার পরিবারের তিন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
মৃত্যু তন্ময় ব্যাপারির পরিবারের করণা আক্রান্ত ব্যক্তিরা হলেন, স্ত্রী -শ্রাবনী রানী,পিতা – দিলীপ বেপারী ও ভাইয়ের স্ত্রী সম্পা রানী।
আক্রান্ত ব্যক্তিরা পার্শ্ববর্তী ভান্ডারিয়া হাসপাতালের আইসোলেশনে রয়েছেন।
উল্লেখ থাকে যে, তন্ময় বেপারী চেচরীরামপুর ইউনিয়নের রামপুর গ্রামের দিলীপ ব্যাপারীর ছেলে। সে নিয়ামতপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয় সহকারি শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন।
গত ০৩/০৪/২০২১ইং তারিখ করণায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
You cannot copy content of this page