স্টাফ রিপোর্টার/মোঃ শাহাবুদ্দিনঃ- ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। সাগর ও নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে তিন থেকে পাঁচ ফুট উচ্চতায় বৃদ্ধি পাওয়ায় লতাচাপলী ইউনিয়ন বেড়িবাঁধের পানিবন্দী অসহায় হয়ে পরে কয়েক হাজার পরিবার।এ অসহায় পরিবারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন, লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃআনছার উদ্দিন মোল্লা ও পরিষদের অন্য অন্য সদস্যরা।ইউনিয়ন পরিষদের ভবন থেকে খাদ্য সামগ্রী প্রস্তুত করে পরিষদের সদস্যরা পনি বন্দী পরিবারের মাঝে অটোভ্যানে প্রস্তুত করা খাবার পৌঁছে দেন।
এ সময় চেয়ারম্যান মোঃআনছান উদ্দিন মোল্লা বলেন,ভেরি বাঁধের বাহিরে পানি বন্দী পরিবার গুলো অসহায় হয়ে পড়ে।পরিষদের সকল সদস্যদের নিয়ে সবার বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়েছি।পরিষদের সদস্যদের মাধ্যমে সবার খোঁজ খবর নেয়ার চেষ্টা অব্যহত রয়েছে।তবে ক্ষতিগ্রস্থ পরিবারেরা জানিয়েছেন তাদের মাছের ঘেড় সহ অন্য অন্য মালামাল অনেক ক্ষতি হয়েছে।
এ বিষয় ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসানাত মোহাম্মদ শহিদুল হক।
You cannot copy content of this page