অনেকদিন ধরে চলা গুঞ্জনের অবসান ঘটলো। রিয়াল মাদ্রিদ ছাড়ছেন অধিনায়ক এবং ডিফেন্ডার সার্জিও রামোস। মাদ্রিদের সঙ্গে ১৬ বছরের সম্পর্কের ইতি টানলেন তিনি। লস ব্লাঙ্কোদের সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ার ২ সপ্তাহ আগেই দল ছাড়ছেন এ স্প্যানিশ ডিফেন্ডার। তার চাওয়া দুই বছরের চুক্তির বিপরীতে ১০ শতাংশ বেতন কমিয়ে এক বছরের চুক্তির প্রস্তাব দিয়েছিল ক্লাব। নতুন চুক্তির ব্যাপারে দুই পক্ষ সমঝোতায় আসতে না পারায় এ সিদ্ধান্ত নিতে হয় সার্জিও রামোসকে।
মাদ্রিদের ক্লাবটি জানায় সংবাদ সম্মেলনে জানায় অধিনায়ককে বিদায় জানাবে তারা। সাথে থাকবেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজও।
২০০৫ সালে সেভিয়া থেকে রিয়ালে যোগ দেন রামোস। সব মিলিয়ে রিয়ালের হয়ে ৬৭১ ম্যাচে রামোসের গোল ১০১টি। সান্তিয়াগো বার্নাব্যুতে ১৬ বছরে ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি ক্লাব বিশ্বকাপ, ৫টি লা লিগাসহ মোট ২২টি শিরোপা জিতেছেন সার্জিও রামোস।
You cannot copy content of this page