খেলাধুলা ব্রাজিলিয়ান এক সমর্থক মেসির আইকনিক একটি ট্যাটু আঁকেন তার পিঠে। মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেটি নজর এড়ায়নি মেসিরও। ইনস্টাগ্রামে তিনি ওই ছবিতে কমেন্ট করেন, দুর্দান্ত ট্যাটু। আমি এই ভক্তের সঙ্গে দেখা করতে চাই এবং তাকে অটোগ্রাফ দিতে চাই। কথা রেখেছেন আর্জেন্টাইন সুপারস্টার। দলীয় অনুশীলন শেষে মাঠের বাইরে দাঁড়িয়ে থাকা এই ভক্তের সঙ্গে দেখা করেছেন। পিঠে সেই ছবির নিচে দিয়েছেন অটোগ্রাফও। মেসির একটা অটোগ্রাফ পাওয়া সাধনার ব্যাপার। তবে এই ভক্ত যে ভালোবাসার স্বাক্ষর রেখেছেন, অটোগ্রাফ তো তার পাওনাই! রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্ল্যাসিকোতে ৮৯ মিনিটে উইনিং গোল করে নিজের জার্সি তুলে ধরেন মেসি, যেটি আর্জেন্টাইন তারকার আইকনিক মুহূর্তগুলোর একটি। সেই ছবিটিই আঁকেন ওই ব্রাজিলিয়ান ভক্ত।