ক্রাইম বাংলা বিনোদনঃ বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুরের মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড। জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুতে স্মৃতির অ্যালবামে ডুব দিয়েছেন বলিউড তারকারা। সামাজিক মাধ্যমে তারকারা একের পর এক পুরনো অ্যালবাম ঘেটে ঋষির সঙ্গে তাদের ছবি শেয়ার করছেন সবার সঙ্গে।
অনন্য অভিনেতা ঋষি কাপুর কারো দুর্দিনে পাশে থেকে করেছেন সহায়তা, আবার কাউকে সিনেমার জন্য উৎসাহিত করেছেন। ঋষি কাপুরের কাছ থেকে উৎসাহ নিয়ে জীবনে সফল হয়েছেন এমনই একজন হলেন খোদ বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান। তার অভিষেক সিনেমা ছিল ঋষি কাপুরের সঙ্গেই। সেই স্মৃতিই একণ বারবার মনে পড়ছে তার। প্রথম সিনেমা থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল তাদের মধ্যে। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্টে সেই কথাই জানিয়েছেন শাহরুখ।