ডেক্স ১৩ই সেপ্টেম্বর থেকে খুলে দেয়া হবে মেডিক্যাল ও ডেন্টাল কলেজ। তবে প্রস্তুতির জন্য দু’ একদিন দেরি হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের একথা বলেন তিনি। পর্যায়ক্রমে মেডিক্যাল কলেজের ১ম, ২য় ও ৫ম বর্ষের ক্লাস চালু হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিক্যাল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীর সংখ্যা দেড় লাখ। দীর্ঘদিন বন্ধ থাকায় তাদের লেখাপড়ায় ক্ষতি হচ্ছে। ইতিমধ্যে মেডিক্যাল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের অধিকাংশকেই ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। আগামীতে ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
You cannot copy content of this page