মনিরুল ইসলাম কুয়াকাটা পটুয়াখালী প্রতিনিধি।মহিপুর থানা যুবলীগের আয়জেনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির
জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে বাংলাদেশ আওয়ামী যুবলীগের
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মদিন পালন করা
হয়েছে। এ উপলক্ষে আজ বেলা ১১টায় মহিপুর থানা যুবলীগেরি অফিস কার্যালয়
শহীদ শেখ ফজলুল হক মনির ছবিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
হয় ।মহিপুর সদর ইউনিয়ান যুবলীগের সভাপতি মোঃ ফেরদৌস হাওলাদারের
সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন থানা যুবলীগের আহবায়ক এম এ
মিজানুর রহমান বুলেট, মহিপুর প্রেসক্লাবে সভাপতি মনিরুল ইসলাম, সধারণ সম্পাদক নাসির উদ্দিন, মহিপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক শাহরিয়ার সুমন, ইব্রাহীম খান প্রমুখ।
বক্তারা বলেন, শহীদ শেখ ফজলুল হক মনি শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
ভাগ্নে ছিলেন না। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন।
যুবকদের প্রাণের সংগঠন যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি আপামর জনতার নেতায়
পরিণত হয়েছিলেন। যুগে যুগে তার মতো নেতার প্রয়োজন রয়েছে।
You cannot copy content of this page