মোঃ রাজু আহম্মেদ,মাদারীপুর জেলা প্রতিনিধিঃপুর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনি উপজেলায় দুগ্রুপের সংঘর্ষ ও শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনায় অর্ধশতাধিক লোকজনকে আসামি করে মামলা হয়েছে।
রোববার সকালে আপাং কাজী গ্রুপের পক্ষ থেকে শাহিনুর বেগম নামে এক নারী বাদী হয়ে কালকিনি থানায় মামলাটি করেন।
এলাকা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার কালাই সরদারের চর গ্রামের ভুলু খানের ছেলে মিরাজ খানের সম্প্রতি বাম পা কেটে নিয়ে যায় স্থানীয় আপাং কাজীর লোকজন। এ ঘটনায় মিরাজ খানের ভাই কালাম খান বাদী হয়ে কালকিনি থানায় আপাং কাজীসহ ৩৫ জনকে আসামি করে একটি মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে পা কাটা মামলার বাদীর চাচা একই এলাকার তিতাই খানের ছেলে লিয়াকত খানের দুই পা গত মঙ্গলবার দুপুরে হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে দেয় আসামিরা।
পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। এর জের ধরে পুনরায় শনিবার সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে করে স্থানীয় মেরাজুল কাজী (১৯), মো. শহিদুল কাজী (৩৫), জাহাঙ্গীর বেপারি (৬৫), সুমন তালুকদার (৩০) ও সারমিনসহ (২৬) প্রায় ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে মেরাজুল কাজী, মো. শহিদুল কাজী ও জাহাঙ্গীর বেপারির অবস্থার অবনতি হলে তাদের ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় রোববার আপাং কাজী গ্রুপের পক্ষ থেকে শাহিনুর বেগম নামে এক নারী বাদী হয়ে কালকিনি থানায় একটি মামলা করেন। এ মামলার পর ওই এলাকা পুরুষশূন্য হয়ে পড়ে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. ইশতিয়াক আশফাক রাসেল দৈনিক আমার সংবাদকে বলেন, পূর্ব এনায়েত নগরে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। থানায় একটি মামলা হয়েছে। আসামিদের ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে।
You cannot copy content of this page