জুয়েল হোসাইন ঃ পটুয়াখালী জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে পটুয়াখালীর শহরময় সেজেছে সাজসাজ নব বধুর সাজে। ২০ ডিসেম্বর আহূত ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে প্রানচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যুবলীগের সম্মেলন সফল করতে সম্ভাব্য প্রার্থীদের নেতৃত্বে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানিয়ে প্রতিদিন শুভেচ্ছা মিছিল ও পথসভা হচ্ছে। প্রার্থীদের বর্নিল ব্যানার, ফেষ্টুন আর বিলবোর্ডে ছেয়ে গেছে পুরো শহর। সম্মেলনস্থল ষ্টেডিয়ামকে সাজানো হয়েছে অপরুপ সাজে। এ প্রথম বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ও সাধারন সম্পাদকের পটুয়াখালীতে আগমনকে সব শ্রেনীর মানুষ দেখছে রাজনৈতিক নতুন রুপে। প্রশাসন সহ রাজনৈতিক মহলের দৃষ্টি এখন যুবলীগের কাঙ্খিত সম্মেলনের দিকে। এদিকে, জেলা যুবলীগের সম্মেলনকে সামনে রেখে সব ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুত রয়েছে নিরাপত্তা বাহিনী।
২০১৩ সালে পটুয়াখালী জেলা যুবলীগের মুল কমিটি ভেঙ্গে ৫৬ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষনা করে কেন্দ্রীয় নেতারা। এমপি পুত্র এ্যাড. আরিফুজ্জামান রনিকে আহ্বায়ক ও এ্যাড. শহীদুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে ওই কমিটি দেয়া হয়।
যুবলীগের সম্মেলন প্রসঙ্গে জেলা যুবলীগের আহ্বায়ক এ্যাড. আরিফুজ্জামান রনি বলেন, জেলার ৮টি উপজেলা সহ সকল পর্যায়ের পূর্নাঙ্গ কমিটি গঠন করে সংগঠনকে করোনাকালীন তিলতিল করে সাংগঠনিক কর্মসূচীর মাধ্যমে চাঙ্গা রেখেছি। সর্বাত্মক প্রস্তুতি নেয়ায় যার প্রতিফলন ঘটবে আগামী ২০ ডিসেম্বর একটি সফল সম্মেলন উপহার দেয়ার মধ্য দিয়ে।
জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর বলেন, দীর্ঘ ৭ বছর পর জেলা যুবলীগের সম্মেলন সফল করতে আমরা মূল দল হিসেবে সর্বাত্মক সহযোগিতা দিব।
পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ জানান, জেলা যুবলীগের সম্মেলনে আইনশৃঙ্খলার যাতে বিঘœ না ঘটে সে বিষয়ে পুলিশ কঠোরভাবে তৎপর থাকবে।
গত ১০ সেপ্টেম্বর পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিতব্য পটুয়াখালী জেলা যুবলীগের বর্ধিত সভায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ডিসেম্বর মাসে জেলা সম্মেলন করার ঘোষনা দিয়েছিলেন। জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধক ও প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ, প্রধান বক্তা থাকছেন কেন্দ্রীয় সাধারন সম্পাদক আলহাজ¦ মোঃ মাইনুল হোসেন খান নিখিল। সম্মানিত অতিথি হিসেবে থাকছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন সহ সম্মেলনে বিশেষ অতিথি থাকছেন পটুয়াখালীর ৪টি আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
জেলা যুবলীগের বর্ধিত সভাকে সামনে রেখে নতুন কমিটিতে যারা শীর্ষ পদে লড়াই করবেন তাদের মধ্যে রয়েছেন, সভাপতি পদে এ্যাড. আরিফুজ্জামান রনি, মোঃ জাহাঙ্গির সিকদার, মোঃ হাফিজুর রহমান এবং সাধারন সম্পাদক পদে প্রতিদন্ধিতার তালিকায় আছেন মোঃ রেজাউল করিম সোয়েব, মোঃ শাহানুর রহমান সুজন, মোঃ জামাল হোসেন ও এ্যাড. শহিদুল ইসলাম, হাসান সিকদার।