• মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল মান্দা উপজেলার আংশিক কমিটির অনুমোদন/দৈনিক ক্রাইম বাংলা।। ঢাকা প্রেসক্লাবের নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত। নওগাঁয় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইকরামুলকে বহিষ্কার/দৈনিক ক্রাইম বাংলা।। পরাণপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া ও শোকসভা/দৈনিক ক্রাইম বাংলা।। মান্দার মৈনম ইউনিয়ন সমবায় দলের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন/দৈনিক ক্রাইম বাংলা।। বাংলাদেশ বাল্কহেড মালিক পরিবহন সংস্থার ব্রাক্ষনগাঁও শাখার উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁয় মান্দার বর্দ্দপুরে নবনির্মিত মসজিদ উদ্বোধন করলেন ডা. ইকরামুল বারী টিপু/দৈনিক ক্রাইম বাংলা।। মান্দায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁ-৪ আসনে প্রকাশ্যে ভোটারদের উদ্বুদ্ধ করতে টাকা প্রদান করায় জামায়াতের প্রার্থী শোকজ/দৈনিক ক্রাইম বাংলা।। মান্দার খাগড়ায় খালেদা জিয়ার রুহের মাগফেরাতে দোয়া ও শোকসভা/দৈনিক ক্রাইম বাংলা।।

শিশু রনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রফেসর ডাঃ রাজ/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৭০ পঠিত
আপডেট: সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

বিশেষ প্রতিনিধিঃ অবশেষে আহত অসহায় শিশু রনির চিকিৎসার দায়িত্ব নিলেন ঢাকার স্কয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা: আফতাব ইউসুফ রাজ। ভোলার দৌলতখান রাধাবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র মো. রনি। গত ১৫দিন আগে রনি অটোরিক্সা চাপায় গুরুতর আহত হয়। প্রচন্ড ব্যথায় বিনা চিকিৎসায় কান্না আর চিৎকারে দিন কাটে রনির। দিনমজুর বাবা মো. বিল্লাল হোসেনের আর্থিক সামর্থ্য নেই ছেলের চিকিৎসার ব্যয়ভার বহন করার। অবুঝ সন্তানের অসহ্য ব্যথা আর কষ্ট সইতে না পেরে রনির বাবা মোঃ বিল্লাল হোসেন এলাকার সাংবাদিক ও বিত্তবানদের সহযোগিতা চান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে অসহায় বাবার আর্তনাদ ও ছেলের চিকিৎসার খরচ যোগাতে বিত্তবান মানুষের সাহায্য চান। গত সপ্তাহে চিকিৎসার জন্য রনিকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়া হয়। খবর পেয়ে ডা: রাজ বিডিএফের নেতৃবৃন্দ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। ডাঃ রাজ রোববার  সন্ধ্যায় ঢাকা পঙ্গু হাসপাতালে আহত শিশু রনির চিকিৎসার দায়িত্বভার গ্রহণ করেন। রনির বাবা মোঃ বিল্লাল হোসেন উপজেলার ভবানীপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে পৌরসভা ২নম্বর ওয়ার্ডে ভাড়া বাড়িতে থাকেন।
অসুস্থ রনির মা জানান, আমার ছেলে এক্সিডেন্ট হওয়ার আমি হতাশায় ছিলাম। ডা: রাজ আমার ছেলের চিকিৎসার সকল ব্যায়ভার গ্রহন করায় আমি ডা: রাজের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। দৌলতখান পৌরসভার সাবেক কাউন্সিলর জাকির হোসেন বাবুল জানান,  আমরা স্থানীয়ভাবে এলাকা থেকে চাঁদা দিয়ে রনির প্রাথমিক চিকিৎসা করেছি। পরে অবস্থা আশংকাজনক হলে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়।
এ ব্যাপারে অধ্যাপক ডাঃ আফতাব ইউসুফ রাজ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিশু রনির জন্য মানবিক আবেদনের পোস্টটি দেখি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ