
মাহাবুব আলম ঠাকুরগাঁও প্রতিনিধি ।
কবি চট্টোপাধ্যায় বলেছেন মানুষ বড় কাঁদছে মানুষ বড় অসহায় তুমি মানুষের পাশে এসে দাঁড়াও এ কথা কে সামনে রেখে সারাবিশ্বে করোনা মহামারী অবস্থায় ঘর বন্দী হয়ে জীবনযাপন পার করছে সাধারণ মানুষ । না খেয়ে অনেকে ঘর বন্দী হয়ে পড়ে রয়েছে এমন অবস্থায় ঘর বন্দী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগ ।(১৯ মে মঙ্গলবার) ঠাকুরগাঁও সদর উপজেলায় বড়গাঁ ইউনিয়নে সেচ্ছাসেবকলীগের উদ্যোগে লক্ষীর হাট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা-উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহযোগিতায় গরিব অসহায় দুস্থ মানুষের মাঝে ২০০ পরিবারকে পবিত্র ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ্ এ্যাপোলো,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মজাহিদুর রহমান শুভ , সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু,স্বেচ্ছাসেবক লীগ নেতা মহির,মিথুন,তুষার,রুম্মন,সুশান,ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফয়জুর রহমান,সাঃসম্পাদক মনি দেবনাথ,স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল,সা:সম্পাদক রাইম,স্বেচ্ছাসেবক লীগ নেতা দাহিরুল,নন্দন,শরিফুল,ছাত্রলীগ সা:সম্পাদক আমান,লিয়ন যুবলীগ সাঃ সম্পাদক হেলাল সহ আওয়ামী লীগ,স্বেচ্ছাসেবক লীগ,যুবলীগ,ছাত্রলীগের সকল স্তরের নেতৃবৃন্দ।
এ সময় স্বাগত বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হুদা শাহ্ এ্যাপোলো ও বিভিন্ন পদে থাকা সদস্যবৃন্দ বলেন আপনারা সরকারের নির্দেশ মোতাবেক চলাফেরা করেন একত্রিত হয়ে কাজ কর্ম করবেন না অযথা ঘরের বাইরে যাবেন না যেখানে সেখানে বসে আড্ডা দিবেন না । করোনা কে ভয় নয় সচেতনতা মুক্তি দিতে পারে।