এম.জাফরান হারুন, পটুয়াখালী:: পটুয়াখালীর বাউফলে রাতের আঁধারে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের অফিসের তালা ভেঙে হামলার ঘটনা ঘটেছে।
এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক চীফ হুইপ আসম ফিরোজ এমপির ছবি ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১৮ মে) দিবাগত গভীর রাতে উপজেলার মদনপুরা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অফিসে এ হামলার ঘটনা ঘটে। তবে কে বা কারা এ হামলার সাথে জড়িত এবিষয়ে কিছু জানা যায়নি।
দলীয় সূত্র জানায়, গতকাল (বুধবার) রাত আনুমানিক ১টার দিকে কয়েকজন দুর্বৃত্তরা কনকদিয়া বাজার সংলগ্ন মদনপুরা ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের পিছনের দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে হামলা চালায়। এবং বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক চিফ হুইপ ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ.স.ম ফিরোজ এমপির ছবিসহ অফিসের আসবাবপত্র ভাংচুর করা হয়।
এঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে।
এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মদনপুরা ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মো. শাহজাহান সিরাজ বলেন, হামলার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।
এবিষয়ে বাউফল থানার ওসি মো. আল-মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।