সরকারের কারসাজিতে চালের দাম ঊর্ধ্বমুখী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই সরকারের সমস্যা হলো, তারা সবকিছুর মধ্যে অবৈধ প্রফিট করতে চায়। খাদ্যকে জিম্মি করে তারা অবৈধ প্রফিট করতে চায়। এটা নতুন নয়, ১৯৭৪ সালে যে দুর্ভিক্ষ হয়েছিল তা খাদ্য সংকটে নয় আওয়ামী লীগের সরকারের দুর্নীতি লুটপাটের কারণেই হয়েছিল। একইভাবে এখন খাদ্যশস্য জিম্মি করে কৃত্রিম সংকট তৈরি করে সরকার জনগণের ভোগান্তি সৃষ্টি করছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দির এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আহত ছাত্রদল নেতা সাহাবুদ্দিন সিহাবের সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল। এ সময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। হাসপাতাল থেকে বের হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, ২৪ ও ২৫ জুন ছাত্রদলের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা ভয়াবহ আক্রমণ চালিয়েছে। হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। জাঁতি এতে মর্মাহত হয়েছে। ৫০ জনের বেশি ছাত্রদলের নেতাকর্মী আহত হয়েছেন। পরিকল্পিতভাবে ছাত্রলীগ এই হামলা চালিয়েছে। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, এ দিন বিএনপির মহাসচিব বাসাবোর হেলথ এইড হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া ও হাইকোর্টে ছাত্রলীগের হামলায় গুরুতর আহত মহানগর উত্তর ছাত্রদল কর্মী শাহাবুদ্দিন শিহাবকে দেখতে যান। তিনি সেখানে তাদের স্বাস্থ্যের সর্বশেষ খোঁজ নেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। ছাত্রদলের তিন নেতাকে দেখে এসে মির্জা ফখরুল বলেন, ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলায় প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ সন্ত্রাসের মধ্য দিয়ে ক্ষমতা ধরে রাখতে চায়, জনগণের ভালোবাসায় নয়। এটা তাদের মৌলিক চরিত্র। প্রতিষ্ঠালগ্ন থেকেই আওয়ামী লীগ সন্ত্রাসের মধ্য দিয়ে রাজনীতিতে প্রতিষ্ঠা পেয়েছে। সন্ত্রাস করে, ভয়ভীতি দেখিয়ে আবারও আগামী নির্বাচন পার হতে চায়। দেশের মানুষ এবার তা হতে দেবে না। ফখরুল দাবি করেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরে যেতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। দেশের মানুষ কোনও রকম সন্ত্রাসকে জায়গা দেবে না। এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, পদ্মা সেতুর ব্যাপারে আমি কথা বলি না। এ সময় বিএনপির মহাসচিবের সঙ্গে ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব রফিকুল আলম মজনু
You cannot copy content of this page