এম.জাফরান হারুন, পটুয়াখালী:: পটুয়াখালীর বাউফলে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, লোডশেডিংসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভোলায় পুলিশের গুলিতে জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি।
বুধবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের পাবলিক মাঠে উপজেলা বিএনপির আহবায়ক আবদুল জব্বার মিয়ার সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর সম্পাদক মো. মুনির হোসেন ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া। এছাড়া বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, পৌর বিএনপির আহবায়ক হুমায়ন কবির প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশ পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ।
বিক্ষোভ সমাবেশে বিএনপির সাবেক এমপি শহিদুল আলম তালুকদার উপস্থিত থাকলেও মঞ্চ ব্যানারে তার নাম ছিল না। এদিন বেলা ১১টার দিকে বিএনপির সাবেক এমপি শহিদুল আলম তালুকদার মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন। সাবেক এমপি মঞ্চে স্থান পেলেও তার অনুসারীদের মঞ্চে উঠতে দেওয়া হয়নি। সাবেক এমপির অনুসারী মঞ্চে উঠতে গেলে কেন্দ্রীয় নেতা মুনির অনুসারী তাদেরকে বাঁধা দেয় এবং এ নিয়ে শুরু হয় হট্টগোল। পরে সিনিয়র নেতারা পরিস্থিত শান্ত করেন।
এদিকে, মঞ্চে উঠতে না দেয়ায় ও ব্যানারে সাবেক এমপির নাম না থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাউফল বিএনপির একাংশ।
ক্ষোভ প্রকাশ করে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনিসুর রহমান আনিস ও তসলিম তালুকদার বলেন, সরকার পতনের সকল আন্দোলন সংগ্রামে বিএনপির সাবেক এমপিদের সাথে সমন্বয় করতে কেন্দ্রীয় বিএনপি নির্দেশ থাকার পরেও সাবেক এমপি শহিদুল আলম তালুকদারকে কোণঠাসা করে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি পক্ষ। মঞ্চ ব্যানারে একজন সাবেক এমপির নাম থাকা উচিত ছিল।
You cannot copy content of this page