এম.জাফরান হারুন, , পটুয়াখালী:: জ্বালানি তেল, গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সহ ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও ভোলা সদর উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে পটুয়াখালীর বাউফল উপজেলার ১২নং বাউফল ইউনিয়ন বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বুধবার (৩১ আগষ্ট ) বিকেল ৫টার দিকে উপজেলার বিলবিলাস বাজারে ইউনিয়ন বিএনপির আহব্বায়ক জিএম ফারুক হোসেনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
এসময় উপজেলা বিএনপির আহব্বায়ক, সদস্য সচিব সহ উপজেলা পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন, বাউফল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাজী জায়েদ মাহমুদ, বিএনপি নেতা আবুল হোসেন গাজী, মোশারেফ হোসেন লিটন, ইউনিয়ন যুবদলের আহব্বায়ক ইসমাইল গাজী, সেচ্ছাসেবক দলের আহব্বায়ক মহিব্বুল্লাহ ও মৎস্যজীবী দলের সদস্য রবিন খান সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
You cannot copy content of this page