মোঃ জুলহাস মিয়া বরগুনা প্রতিনিধিঃপটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ টিম আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্ব আজ দুপুর আনুমানিক দুইটার সময় বরগুনা জেলার আমতলী উপজেলার হাজার টাকার বাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত দুই বছরে সাজা প্রাপ্ত পলাতক আসামী মোঃ চাঁন মিয়া বয়াতী (৪২), পিতা- মৃত রওশন আলী বয়াতী, সাং- পশ্চিম আঠারো গাছীয়া, থানা- আমতলী, গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আমতলী থানায় অর্থ আত্মসাৎ মামলায় দুই বছরের সাজা প্রাপ্ত ওয়ারেন্ট রয়েছে। উক্ত ওয়ারেন্ট মূলে পলাতক আসামীকে গ্রেফতার করে আসামীকে বরগুনা জেলার আমতলী থানায় হস্তান্তর করা হয়।