মো.নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার অনলাইন নিউজপোর্টাল আপন নিউজ বিডি ডট কম এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। পঞ্চম বছরে পদার্পন উপলক্ষে শনিবার সকাল ১০ টায় কলাপাড়া মুক্তিযোদ্ধা সংসদ ভবনে শোভাযাত্রা, আলোচনা সভা, দোয়া ও মোনাজাত এবং কেক কাটার মধ্য দিয়ে আপন নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
আপন নিউজ বিডি ডট কম’র প্রকাশক ও সম্পাদক এস এম আলমগীর হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ড.শহিদুল ইসলাম বিশ্বাস, পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত সদস্য মোসাঃ বিলকিস জাহান, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সাবেক সহ সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এইচআর মুক্তা, উপজেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী সালমা কবির, কলাপাড়া পৌরসভার মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম,কাউন্সিলর উম্মে তামিমা বিথী, কলাপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি ও আপন নিউজের বার্তা সম্পাদক মোঃ নুরুল আমিন।
অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আপন নিউজের উপদেষ্টা সম্পাদক সাংবাদিক চঞ্চল সাহা, কলাপাড়া রিপোর্টাস ক্লাবের সাবেক সভাপতি এসকে রঞ্জন, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন, কলাপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মিলন কর্মকার রাজু, সদস্য গোফরান পলাশ, কলাপাড়া রিপোর্টাস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাহিদুল হক, কবির তালুকদার, উত্তম কুমার হাওলাদার,বাংলাদেশ প্রেস ক্লাব কলাপাড়া উপজেলা শাখার, সভাপতি আল-আমিন ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শিহাব উপস্থিত ছিলেন, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সদস্য রাসেল কবির মুরাদ, মোঃ ইমরান ফরাজী, আপন নিউজ বিডি ডট কমের সংবাদকর্মী ও সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ প্রমূখ।
You cannot copy content of this page