মাহতাব উদ্দিন আল মাহমুদ,
ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি।।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা আনসার ভিডিপির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অংশ নেন।
এ উপক্ষ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দিনাজপুর জেলা কমান্ড্যান্ট মোঃ হাসান আলী ।
এ সময় উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তোহিদুল আনোয়ার,উপজেলা কৃষি অফিসার মোঃ এখলাস হোসেন সরকার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফারুক আহাম্মেদ, ঘোড়ঘাট থানার অফিসার ইনচার্জ আবু হাসান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজার রহমান,উপজেলা আনসার কমান্ডার মুক্তার হোসেন,বাবুল আকতার প্রমূখ।