রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি॥
বাংলাদেশ মানবাধিকার কমিশন ঝালকাঠি শাখার উদ্যোগে ঝালকাঠিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। শনিবার ১০ ডিসেম্বর ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সহ সভাপতি দীপু লাল দাস। প্রতি বছর ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়। এ বছর বিশ্বব্যাপি মানবাধিকারের সর্বজনীন ঘোষনা পত্রের ‘৭৫ বছর পূর্তি’ পালিত হচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও এই দিবস পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে। মানবাধিকার দিবসের এবারের প্রতিপাদ্য ‘ডিগনিটি, ফ্রিডম অ্যান্ড জাস্টিস ফর অল’ (‘ মানব-মর্যাদা, স্বাধীনতা আর ন্যায়পরায়নতা, দাঁড়াব সকলেই অধিকারের সুরক্ষায়’)। এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র বাবু তরুন কুমার কর্মকার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেওড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ খান, কমিউনিষ্ট পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, আওয়ামীলীগ নেতা এসআরএম মানিক, আঃ ছালাম, মানবাধিকার কর্মী উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, প্রভাষক অমরেশ রায় চৌধুরী, গোলাম সাইদ খান ও মো: জাহাঙ্গীর হোসেন প্রমুখ। বক্তারা মানবাধিকার রক্ষায় আইনের যথাযথ প্রয়োগ করে সকল পর্যায়ের মানুষের মানবাধিকার বাস্তবায়নের দাবী জানান।