
মাহাবুব আলমঠাকুরগাঁওপ্রতিনিধি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে (২ জুন মঙ্গলবার দুপুরে ) চলন্ত ট্রেনে কাটা পড়ে এ কে এম হৃদয় নামে এক অটো ইজিবাইক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ভেলাতৈড় ভাঙ্গাব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটনা ঘটে। নিহত হৃদয় সদর উপজেলার ঘোষপাড়া গ্রামের মৃত হাবিবুল্লাহ এর ছেলে।
পীরগঞ্জ স্টেশন সহকারি মাষ্টার সুজন জানান, দুপুর দেড়টার দিকে পঞ্চগড় স্টেশন থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। ট্রেনটি পীরগঞ্জ স্টেশনের কাছাকাছি ভেলাতৈড় ভাঙ্গাব্রীজ এর কাছে পৌঁছালে ঐ যুবক অটো ইজিবাইক নিয়ে রেলক্রসিং পারাপারের সময় ট্রেনের নিচে কাটা পড়ে। মৃত্যু হয় অটো ইজিবাইক চালকের । তিনি আরো বলেন দিনাজপুর রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে জানা গেছে।