
ঠাকুরগাঁওয়ের
গেল ২৪ ঘন্টায় এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ( ৪ জুন, বৃহস্পতিবার, ) ঠাকুরগাঁও জেলায় সদর ও দুই উপজেলাসহ করোনায় নতুন করে আক্রান্ত ৮জন ।
আক্রান্ত ব্যাক্তিদের মধ্যে ঠাকুরগাঁও সদর ৬ জন । সদর উপজেলার হাসপাতালের স্বাস্থ্যকর্মী-১জন, জগন্নাথপুর ইউনিয়নে-১জন, রহিমানপুর ইউনিয়নে ১জন, রায়পুর ইউনিয়নে ১জন, শহরের শান্তিনগরে ১জন ও ঘোষপাড়ায় ১জন।
রাণীশংকৈল উপজেলায় ১ ও পীরগঞ্জে উপজেলায় ১জন । এনিয়ে এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৩০ জন। এছাড়া গেল ২৪ ঘন্টায় নতুন করে নমুনা পাঠায়নি স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও জেলার সিভিল সার্জন ডাঃ মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে সিভিল সার্জন জানান, আমরা নিয়মিত নমুনা সংগ্রহ করছি। দিনাজপুর থেকে আসা ফলাফলে আজ নতুন করে জেলায় ৮জন আক্রান্ত হয়েছে। আর গেল ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে জটিলতার কারনে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়নি । আর আক্রান্তদের মধ্যে ৩৪ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। আপনারা ঘরে থাকুক সুস্থ থাকুন। করোনাকে ভয় নয় সচেতন হোন।