• মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মান্দায় বিএনপির নতুন কার্য‍্যালয় উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।। আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে আমাদের জন্য মাইলফলক: সিইসি,,,, রাজনাথ সিংয়ের মন্তব্য ‘কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’: ঢাকা,,, শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড, আহত অর্ধশতাধিক শিক্ষক,,,, মেহেরপুরে বিলে শাপলা তুলতে গিয়ে ৪ স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু,,,, বৈষম্য বিরোধী আইন প্রণয়নে রাজনৈতিক দলের অঙ্গীকার চাইলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান,, আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম,,, সরকারের আহ্বানে সাড়া দেবে বিএনপি, কোনো দলের ডাকে নয়: সালাহউদ্দিন আহমদ,,, পটুয়াখালীর মহিপুরে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক,,, সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি,,,

বাউফলে আ:লীগের দুই গ্রুপ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ; উপজেলা চেয়ারম্যান, ওসি সহ আহত-২৫জন/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৮৫ পঠিত
আপডেট: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালীর বাউফলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আনন্দ র‍্যালীকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপ ও পুলিশের ত্রিমুখী সরাসরি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার, বাউফল থানার ওসি আল-মামুনসহ অন্তত ২৫ জন আহত হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) বাউফল হাই স্কুল মাঠ থেকে আনন্দ র‍্যালীটি শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে পৌছলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার গ্রুপ ও স্থানীয় সংসদ সদস্য আসম ফিরোজ গ্রুপের মধ্যে সংঘর্ষ সংঘটিত হয়। এতে পুলিশ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ত্রিমুখী সংঘর্ষ বাধে।

ঘটনার পরে গুরুতর জখম অবস্থায় উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, বঙ্গবন্ধুর ১০৩ তম জম্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আসম ফিরোজ ও দলের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার একই সময়ে একই স্থানে অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করেন। ওই কর্মসূচিকে কেন্দ্র করেই দুদিন আগ থেকেই দু’গ্রুপের মধ্যে থমথমে বিরাজ করছিল।

এবিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল আমিন বলেন, দু’পক্ষের মধ্যেই উত্তেজনা বিরাজ ছিল। দু’পক্ষকেই শান্ত রাখার জন্য আমরা ব্যাপক চেষ্টা চালিয়েছি।

বাউফল থানার ওসি আল মামুন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে লাঠি চার্জ করা হয়। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় বিশ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়। এতে আমি সহ পুলিশের আরও ৫-৬ জন সদস্য আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ