• মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আবারও স্বর্ণের দাম কমলো বিশ্ববাজারে,, আনসারের জন্য ১৭ হাজার শটগান কেনার অনুমোদন: অর্থ উপদেষ্টা,,, রাজধানীতে প্রতি মাসে গড়ে ২০টি হত্যা: ডিএমপি,,, দণ্ডিতদের বক্তব্য প্রচারে কঠোর ব্যবস্থা নেবে সরকার,,, মান্দা ফেরিঘাটে ধানের শীষের গণমিছিল–ডা. ইকরামুল বারী টিপুর প্রতি আস্থা জানাল স্থানীয় জনতা/দৈনিক ক্রাইম বাংলা।। হাসিনার মৃত্যুদণ্ডের রায়: ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ,,, মানবতাবিরোধী অপরাধে রায়: শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড,,,, নৈরাজ্যের আশঙ্কায় গণতন্ত্র রক্ষায় সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের,,, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: সরাসরি সম্প্রচার করবে বিটিভি,, বিশ্বের একমাত্র স্বৈরশাসক নেত্রী ছিলেন শেখ হাসিনা – মেজর হাফিজ/দৈনিক ক্রাইম বাংলা।।

লালমোহনে যুগান্তরের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বাবুলের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

নুরুল আমিন।। / ১৫৪ পঠিত
আপডেট: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

নুরুল আমিন, স্টাফ রিপোর্টার।।

ভোলার লালমোহনে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে লালমোহন প্রেসক্লাবে বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যার পর স্বরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার লালমোহন প্রতিনিধি জসিম জনির সঞ্চালনায় লালমোহন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে স্বরণ সভায় বক্তব্য রাখেন- লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধরণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান, প্রেসক্লাবের যুগ্মসম্পাদক শাহীন আলম মাকসুদ প্রমূখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন, পৌরসভা আওয়ামীলীগের যুগ্মআহবায়ক মঞ্জু তালুকদার, আনম শাহজামাল দুলাল, লালমোহন প্রেসক্লাবের সহসভাপতি আমজাদ হোসেন, মিজানুর রহমান লিপু, এনামুল হক রিংকু, নির্বাহী সদস্য আবদুস সাত্তার, মো. জসিম উদ্দিন, সাহিত্য ও ম্যাগাজিন সম্পাদক কবি ও সাহিত্যিক নুরুল আমিন, সাংস্কৃতিক সম্পাদক আরশাদ মামুনসহ লালমোহনে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
স্বরণ সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন লালমোহন প্রেসক্লাবের প্রচার সম্পাদক আবদুর রহমান নোমান।
স্বরণ সভায় বক্তারা বলেন, ১৯৭৪ সালে নুরুল ইসলাম বাবুল যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করেন। এর পর একে একে গড়ে তোলেন ৪১টি প্রতিষ্ঠান। দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন যমুনা গ্রুপের প্রতিষ্ঠান। এশিয়ার অন্যতম বড় শপিংমল যমুনা ফিউচার পার্ক, নির্মাণাধীন মেরিয়টস হোটেলসহ শিল্প ও সেবা খাতে বিনিয়োগ করে গ্রুপটি। তার প্রতিষ্ঠিত বিভিন্ন শিল্প কারখানায় হাজার হাজার লোক বর্তমানে চাকুরী করছে এবং তিনি বহু বেকার যুবককে তার প্রতিষ্ঠানে চাকুরীর ব্যবস্থা করেছেন।
উল্লেখ্য ২০২০ সালে ১৩ জুলাই করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। পরদিন তাকে ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ