মুন্সীগঞ্জে এইচএসসি পরীক্ষা দিতে বের হয়ে সানজিদা আলম সুমাইয়া (১৮) নামে এক পরীক্ষার্থী নিখোঁজ হয়েছেন। তিনি মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজের মানবিক বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। ভুক্তভোগী ওই শিক্ষার্থী মুন্সীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জের মৃত শাহ আলমের মেয়ে। সকালে পরীক্ষা দিতে বের হয়ে সারাদিন বাসায় ফেরেননি। তবে তার মোবাইল ফোন থেকে উদ্ধারের আকুতি জানিয়ে ছোট বোনের কাছে একটি মেসেজ পাঠানো হয়েছে। এই ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেছে পরিবার। জানা গেছে, বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষা দিতে সকাল ৯টার দিকে পৌরসভার ৩নং ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ নিজ বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্র সরকারি হরগঙ্গা কলেজের উদ্দেশে বের হন সুমাইয়া। কিন্তু বিকাল গড়িয়ে সন্ধ্যা হলেও বাসায় না ফিরলে পরিবারের লোকজন তার সহপাঠীদের কাছে খোঁজ নিয়ে জানতে পারে পরীক্ষার হলে যায়নি। নিখোঁজ পরীক্ষার্থীর মামা এস এম এম মোশাহেদ উল্লাহ জানান, নিখোঁজের কয়েক ঘণ্টা পর তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে ছোট বোনের নম্বরে একটি রহস্যজনক মেসেজ আসে। যেখানে লেখা ছিল, ‘আমাকে তিন নারী সদরঘাটের দিকে নিয়ে এসেছে। আমাকে উদ্ধার করো।’ মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, তার পরিবার একটি সাধারণ ডায়েরি করেছে। নিখোঁজ শিক্ষার্থীর মোবাইল ফোনের সূত্র ধরে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ