মোঃ নাহিদুল হক,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় হাঁস মারা যাওয়াকে কেন্দ্র করে সুমন মোল্লা নামে এক কৃষক কে রক্তাক্ত জখম করেছে
প্রতিবেশীরা।
সোমবার (২৮ই আগষ্ট) রাত সাড়ে দশটায় উপজেলার চাকামইয়া ইউনিয়নের কাছিমখালী গ্রামে এ ঘটনা ঘটে। আহত কৃষক সুমন মোল্লা সাংবাদিকদের জানান,সোমবার সকালে তার নিজ জমিতে কিটনাশক মেশানো সার প্রয়োগ করেন। এরপর ওই জমি সংলগ্ন প্রতিবেশীদের সতর্ক করেছেন। যাতে কারও হাঁস মোরগ জমিতে না যায়। এরপরও খাইরুন মোল্লা নামের এক প্রতিবেশীর দুইটি হাঁস জমিতে গিয়ে মারা যায়। খবর পেয়ে তিনি হাঁসের ক্ষতি পুরন দেওয়ার কথা স্বিকার করেন।এরপরও রাতে বাড়ি ফেরার পথে সবুজ মোল্লা,উমরআলী মোল্লা,বেল্লাল জমাদ্দার, ও শামিম জমাদ্দার মিলে সুমন মোল্লাকে দেশিয় অস্ত্র চাপাতি,রড এবং লাঠি দিয়ে এলোপাথাড়ি ভাবে মেরে রক্তাক্ত জখম করে। তার ডাকচিৎকারে স্থানীয়রা রকাক্ত অবস্থায় সুমনকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা
স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে আসেন। বর্তমানে তিনি কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে তিনি জানিয়েছেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলি আহম্মেদ বলেন, আমরা কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।