• রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় শিক্ষার্থী হত্যা মামলার আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় লামিয়া হত্যা ঘটনায় নিরীহদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটা সড়কে সৌন্দর্য বর্ধনে বৃক্ষ রোপন কর্মসূচি/দৈনিক ক্রাইম বাংলা।। ৩ বছরেও ঘোড়াঘাট হিলি স্থলবন্দর জাতীয় মহাসড়কের কাজ শেষ হয়নি ভোগান্তিতে মানুষ/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই মাদ্রাসার তালা ভাঙ্গার ভিডিও ভাইরাল, সার্বিক বিষয়ে তদন্ত সম্পন্ন, দ্রুত ব্যবস্থা/দৈনিক ক্রাইম বাংলা।। লোহালিয়া নদীতে পাওয়া রেজাউল বয়াতির লাশের রহস্য উদঘাটন, খুনি আটক/দৈনিক ক্রাইম বাংলা।। চাটখিলে নামাজরত মুসল্লিকে পিটিয়ে রক্তাক্ত করেছে আওয়ামীলীগ নেতা/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে যৌথ বাহিনীর বিশেষ অভিযান/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় বিরল প্রজাতির সজারু উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। আমেরিকা প্রবাসী নারীকে গণধর্ষণ ও ডাকাতির ঘটনায় গ্রেফতার-৩/দৈনিক ক্রাইম বাংলা।।

কক্সবাজারে অস্ত্র চোরাচালান কারবারীর মূল নায়ক শাহীন র‍্যাবের হাতে আটক/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২০৬ পঠিত
আপডেট: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সিমান্ত এলাকায় র‍্যাব ১৫এর অভিযানিক দল ঈদগাঁও থানা পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে চিহ্নিত অস্ত্র ব্যাবসায়ী মোঃ শাহিন প্রকাশ লালু নামের এক যুবক কে গ্রেফতার করেছে।
শনিবার ০২ সেপ্টেম্বর রাতে রশিদ নগর ইউনিয়নের মামুন মিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার হয়।
জানা যায়, কক্সবাজার র‍্যাব ১৫ অভিযানিক দল গোপন সংবাদের বিত্তিতে অস্ত্র, হত্যা, মাদক মামলার দীর্ঘদিনের পালাতক আসামীকে ঈদগাঁও থানার অফিসার ইনর্চাজ ওসি মোঃ গোলাম কবিবের নের্তৃত্বে থানা পুলিশের সংগীয় ফোর্স বর্ণিত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহিন প্রকাশ লালু নামের যুবক ঈদগাঁও ইউনিয়নের মাছুয়া খালী এলাকার মোঃ আলী আহমেদের ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ঈদগাঁও থানার অফিসার ইনর্চাজ ওসি মোঃ গোলাম কবির।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,এই অস্ত্র দেশের বিভিন্ন জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে। সহজে হাতে পাওয়ায় তাঁর অনেক পরিচিতরা অস্ত্র কিনেছেন। সেই অস্ত্র পেয়ে অনেক অপকর্মের সদস্যরা আবারও সক্রিয় হয়ে উঠেছে।
ক্ষুদ্রাস্ত্র এবং হালকা অস্ত্র চালান করার জন্য বাংলাদেশের ভূমি ক্রমশ অনেক বেশি ব্যবহার করা হচ্ছে। যারা চোরাচালানি বা ছিনতাই এর সঙ্গে জড়িত, তারাও এ ধরনের ক্ষুদ্রাস্ত্র কিনছেন। এটা বন্ধের একমাত্র উপায় বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় করা।
ঈদগাঁও থানার অফিসার ইনর্চাজ ওসি গোলাম কবির বলেন, র‍্যাব-১৫ অভিযানিক দল গোপন সংবাদের বিত্তিতে থানা পুলিশ যৌথ
 অভিযান চালিয়ে শাহিন কে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাটানো হয়েছে। এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
অস্ত্র ব্যবসায়ী শাহিনকে গ্রেফতার করায় থানা পুলিশদের ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ